উন্নয়নের বন্যায় ভাসছে দেশ, অথচ দুযোগ মোকাবেলায় একটা টচলাইট ,কাপড ওহাতুডী ও নেই
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৭ এপ্রিল, ২০১৩, ০৪:১১:১৮ বিকাল
সাভার ট্রেজেডিতে আমরা দেশবাসি গভীর শোকাহত , আ্ল্লাহ মৃত্যদের গুনাহ মাফ করে জান্নাত নছীব করুন ,
এটি একটি মানবতার বিরুদ্ধে অপরাধ। সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস আছে কেন। তাদের সকল শক্তি কী নিয়োজিত হয়েছে? না হয়নি। সাধারন মানুষরাই আজকে সব আন্ঞাম দিচ্ছে ৷
রানা প্লাজা ভবনটি ধসে পড়লেও উদ্ধার কাজে দেখা গেছে লোহার কয়েকটি হাতুড়ি, কয়েকটি রড কাটার হেক্সো ব্লেড, কিছু রড। অথচ ৯ তলা ভবনের ভেতর থেকে আটকে পড়াদের উদ্ধার করতে হলে প্রয়োজন অত্যাধুনিক সরঞ্জামাদি। এছাড়া গতকাল বিকেলে ৫টা পর্যন্ত উদ্ধার কাজে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার লোকজনকে দেখা গেলেও তাদের কাছে অত্যাধুনিক কোনো উদ্ধার সরঞ্জামাদি দেখা যায়নি। উদ্ধার কাজে সবচেয়ে বেশি এগিয়ে এসেছে সাধারণ মানুষ। তাদের সহযোগিতা করছে বিভিন্ন মানব সেবামূলক সংগঠনের সদস্যরা। উদ্ধার কাজের নজির এমন ছিল যে, কাউকে ভেতর থেকে বের করার জন্য একটি শক্ত দড়িও ছিল না। গার্মেন্টসের কাপড়ের রোল দিয়ে অনেককে টেনে উঠানো হয়েছে। মাঝে মাঝে সেই কাপড় ছিড়ে গেলে তাতে জোড়া লাগিয়ে আবারো তা ব্যবহার করতে হয়েছে। সরকারি বাহিনীর এমন উদ্ধার তৎপরতায় ভিকটিম পরিবারসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছেন, এমন একটি উদ্ধার কাজে তেমন কোনো অত্যাধুনিক সরঞ্জামাদি নেই কেন? অনেকেই বলছেন, হতাহতের আসল সংখ্যা লুকানোর জন্যই এটি করা হতে পারে।
সাধারণ মানূষ খাবার, পানি, টর্চ,হাতুডি , লোহা কাটার ব্লেড সাপ্লাই দিচ্ছে। ৭৭ ঘন্টা পার হয়ে গেল ধবংশস্তুপের ভেতরে লাশের গন্ধ আর মানূষের আহাজারী।
এখন পযনত একটা বিল্ডিং এর ধবংশ স্তুপ সরাতে পারেনি ,আর সরকারের কর্তা ব্যক্তিরা আছে ফালতু কথায় ব্যস্ত।
অথচ সরকারের মন্ত্রী এমপি রা বলছে উন্নয়নের বন্যায় ভাসছে দেশ, অথচ দুযোগ মোকাবেলায় একটা টচলাইট ,কাপড ও হাতুডী ও নেই ৷ একটা অত্যাধুনীক যন্ত্র ও নেই ৷
অথচ দূযোগ মোকাবেলায় আলাদা মন্ত্রনলায়
থাকলে ও কোটি কোটি টাকার বাজেট হয় , ঐ বাজেট দিয়ে কি ক্রয় করা হয় জাতি জানতে চায় ৷
এমন ছোট একটি দুযোগ মোকাবেলা যে সরকার করতে অক্ষম সে সরকার কি মানুষের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে ?????????
আমরা দেখেছি সৌদি আরবে এমন দূঘটনায় ১২ ঘন্টা র কম সময়ে সব ধবংশ স্তুপ সরাতে সক্ষম হয়েছে ,
আর যদি কোন সময় অন্যান্য দেশের মত ভূমি কম্পের মত কোন ঘটনা ঘটে তাহলে এ সরকার গুলো কি করতে পারবে জনগনের জন্য ,
অথচ আবহাওয়া বিদদের ভবিয্যৎবানী মতে বাংলাদেশে ভূমিকম্পের মত ভয়াবহ দূযোগের আবাস দেয়া হচ্ছে , এমন কোন গঠনা গঠলে তো সরকার কি করতে পারবে এই ঘঠনার থেকেই অনুমান করা যায় ৷
বিষয়: বিবিধ
২০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন