ধূপ পান মানে বিষাক্ত শাপের মাথা খাওয়া সমান

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৮ এপ্রিল, ২০১৩, ০২:৪৪:৫৫ দুপুর

ধূপ পান মানে বিষাক্ত শাপের মাথা খাওয়া সমান

বিশ্বে প্রায় ১.১ বিলিয়ন ধূমপায়ী। যদি বর্তমান এই প্রবণতা বজায় থাকে তবে ২০২৫ এর মধ্যে এর সংখ্যা ১.৬ বিলিয়নে পৌঁছে যাবে।

* চীন, ৩০০ মিলিয়ন ধূমপায়ীদের দেশ যারা ১ বছরে ১.৭ ট্রিলিয়ন সিগারেট খেয়ে থাকে যা প্রতি ১ মিনিটে ৩ মিলিয়ন সিগারেট খাওয়ার সমান।

* সারা বিশ্বে প্রায় প্রতি ১ মিনিটে ১০ বিলিয়ন সিগারেট বিক্রি হয়ে থাকে।

*৪/৫ টা সিগারেটে যে পরিমান নিকোটিন থাকে, তা একজন প্রাপ্ত বয়স্ককে মেরে ফেলার পক্ষে যথেষ্ট।

*৪/৫ টা সিগারেটে যে পরিমান নিকোটিন থাকে, তা একজন প্রাপ্ত বয়স্ককে মেরে ফেলার পক্ষে যথেষ্ট।

* সিগারেটের ধোঁয়ায় 'হাইড্রোজেন- সায়ানাইড' নামক বিষাক্ত একটি বায়ো- প্রোডাক্ট রয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার রাসায়নিক প্রতিনিধি হিসেবে ব্যাবহার করা হয়েছিলো।

* সারা বিশ্বের প্রায় ৮০,০০০ থেকে ১,০০,০০০ শিশু প্রতিদিন জড়িয়ে পড়ছে সিগারেটের নেশায়।

ধূমপানের কারনে সারা বিশ্বে, প্রতি ৮ সেকেন্ডে একজন লোক মারা যায়।

* ধূমপায়ীর দিক থেকে সারা বিশ্বে বাংলাদেশের স্থান ১৬ তম।

ধূপ পান মানে বিষাক্ত শাপের মাথা খাওয়া সমান {ডাঃ আলমগীর মতিন , মডান হারবাল গবেষক }

তথ্যগুলো অবাক করার মতো। তবে চরম সত্য।

ধূমপানে জড়িয়ে পড়ার পেছনে বেশীরভাগ মানুষেরই কোন না কোন কারন থাকে। এসব কারনগুলো পরবর্তীতে ভুলে গেলেও ধূমপানের নেশা থেকে কিন্তু পরবর্তীতে তারা আর বেরিয়ে আসতে পারে না। অনেকেই চেষ্টা করে বেরিয়ে আসতে। তবে একবার ধূমপানের নেশায় জড়িয়ে পরলে সেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন একটা কাজ। তারা হাল ছেড়ে দেয়। একসময় অপেক্ষা করতে থাকে তার নিজেরই ক্রয়কৃত মৃত্যুর জন্য।

বিষয়: বিবিধ

১৩৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File