সৌদি প্রতিনিধি দলের সাথে সুর মিলিয়ে আমাদের শ্রমমন্ত্রীর বক্তব্য রীতিমত হতবাক করেছে প্রবাসীদের।
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৩ এপ্রিল, ২০১৩, ০৩:৩০:০৫ দুপুর
সম্প্রতি সৌদি আরবে ধর পাকডাও ব্যপক ভাবে শুরু হয়েছে , প্রতিটি মুহুতে লিগিল অন্ লিগীল সকলেই গ্রেপতার হওয়ার আশংকায় অনেকেই কাজ ছেডে বাসায় অবস্হান করছে ৷শুধু মাত্র কপালার চালুর অপেক্ষায় আছেন ৷
৷ যদিও এখন ৩ মাসের জন্য স্হগিত করা হয়েছে ৷
তার পরও সাধারন প্রক্রিয়া চালু রয়েছে ৷
কপালা চালু হলে কয়েক লক্ষ বংলাদেশী বৈধ ভাবে কাজ করার সূযোগ পাবে , অন্যথায় আজ থেকে ৩ মাসের মধ্যে কপালা হতে না পারলে অনেকে জেল জরিমানা গুনতে হবে ৷
সৌদি প্রতিনিধি দলের সাথে সুর মিলিয়ে আমাদের শ্রমমন্ত্রীর বক্তব্য রীতিমত হতবাক করেছে প্রবাসীদের। মাননীয় মন্ত্রীর কাছে বিনীতভাবে প্রশ্ন, আপনারা গত চার বছরে সৌদি আরব প্রবাসীদের কি উপকার করতে পেরেছেন? বুকে হাত দিয়ে বলতে পারি সরকারী টাকায় এখানে এসে সময় কাটানো ছাড়া আমাদের জন্য কিছুই করতে পারেননি। আর আজকে সৌদিদের সাথে সুর মিলিয়ে বললেন "সৌদি সরকার অবৈধদের রাখবেনা"। আপনার এই বক্তব্যের নিন্দা জানানোর ভাষা আমার জানা নাই।
প্রবাসীরাতো এখানে বৈধ ভিসা নিয়েই এসেছে অবৈধ কেনই বা হলো ? এ প্রশ্ন কি শ্রম মন্ত্রি মহোদয় করেছেন ? প্রতিনিধি দলের কাছে ৷
জি টু জি পদ্ধতিতে নতুন লোক নিবে ভালই কথা কিন্তু পুরানো দক্ষ লোকদের বেলায় তাদের সূযোগ সুবিধার কপিল ট্রান্সপারের ব্যপারে মন্ত্রি টু শব্দ ও করেন নি ৷এ জন্য সকল প্রবাসীরা দুঃখীত মম্রাহত ৷
অথচ প্রবাসীদের রেমিটেন্সেই দেশ চলছে , কিন্তু তার পরও প্রবাসীদের বেলায় এত অবহেলা কেন ????????????????????????????????
বিষয়: বিবিধ
১৩৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন