প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করলে ,শেখ মুজিবর রহমানের ছবি না টাঙ্গালে মৃত্যুদন্ডের বিধান আর মহানবী (সঃ)-এর অপমানে শাস্তি হবে না কেন ?
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৯ এপ্রিল, ২০১৩, ১১:৫৬:৩৫ রাত
এমন এক অদ্ভুত সরকারের বিধানে আমাদের বাস, যেখানে প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করলে টেনে হিঁচড়ে ধরে এনে মামলা দেয়া হয়,চাকুরী চলে যায় , শেখ মুজিবর রহমানের ছবি না টাঙ্গালে মৃত্যুদন্ডের বিধান রাখা হয়, আর মহান আল্লাহর রাসূল হযরত মুহম্মদ (সঃ) যাকে সৃষ্টি না করলে আসমান-জমিন সৃষ্টি হতোনা ,তঁার বিরুদ্ধে ও তাঁর স্ত্রী-কন্যাকে নিয়ে অচিন্ত্যনীয় অশ্লীল গল্প লেখকের কোন শাস্তি থাকে না, এটা কেমন অদ্ভুধ ব্যপার আর যারা এমন করে তারা শেখ হাসিনা আর তার দল আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় সব কাজ চালায়, মরলে পরে শহীদের উপাধি পায়।
"প্রধানমন্ত্রীকে কটূক্তি করলে শাস্তি আছে, বঙ্গবন্ধুর ছবি না টাঙ্গালে শাস্তি আছে, আর মহানবী (সঃ)-এর অপমানে শাস্তি হবে না?"
এ কোন দেশে আমাদের বসবাস ???????????????????
আমরা অবিলম্বে -
সরকারের কাছে জোর দাবী জানাই যেন হেফাজতের দাবী পূরনে সরকার সচেষ্ট হয় , না হয় এ বাংলার তোহিদী জনতা এ আঃ লীগ কে ইতিহাসের আস্তাকুডে নিক্ষিপ্ত করবে ,৷
বডই আশ্চ্যয্যের ব্যপার হলো
বাংলাদেশের ইতিহাসে সব চেয়ে সব চেয়ে বড সমাবেশ ,আর আওয়ামী বাম-রাম ছাডা সকল মতের রাজনৈতিক-অরাজনৈতিক সকল সংগঠনের সমথন একমাত্র হেফাজতে ইসলামেরই কৃর্তিত্ব , এমন অকুন্ঠ সমথর্ন অন্য কোন সমাবেশে বা দলের বেলায় হয়েছে কিনা আমার জানা নেই ৷
তার পর ও এত গুলো লোকের সমথর্ন কে সরকার অগ্রায্য করবে কি??????????????????????????????????????
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন