ওদের কিসের সাহস? ওরা বুলেটের সামনে দাড়ায়!

লিখেছেন লিখেছেন মিনহাজ আল হেলাল ০৫ মার্চ, ২০১৩, ১১:৪৪:৫৬ সকাল

হাজারো প্রশ্নের সম্মুখীন হয়েছি বিবেকের কাছে

ওদের কিসের এত সাহস? কি ওদের উদ্দেশ্য?

ওরা বুলেটের সামনে দাড়ায়!

উদ্দীপনায় ভরা তাজা প্রানগুলো হাসিমুখে বিলিয়ে দেয়!

মৃত্যুকে আলিঙ্গন করে সহজ করে!

.

বুলেটের মোকাবেলায় গুলতির ব্যবহার!

এটা ওদের কেমন প্রতিরোধ? নাকি পাগলামী?

বন্দুকের সম্মুখে সপ্রানে বাড়ি ফেরার এ অনিশ্চিত যাত্রায়

গাঁও গেরামের কাচাঁ পাকা রাস্তায়

শুন্য হাতে আগুয়ান ঐ লোকগুলোই বা কারা?

.

শাহবাগে ঝড় তোলা অনেক পালোয়ান দেখেছি

পুলিশ প্রহরায় শুনেছি তাদের বজ্রকন্ঠ

সাজানো মঞ্চে মহা বীর বনে যাওয়ার স্বপ্নে বিভোর

গুজবে আতঙ্কগ্রস্থ হয়ে দিক বিদিক ছুটোছুটি করা

সেইসব নায়কদের সাথে ওদের মিল নেই।

.

দিগ্বীজয়ী সিপাহসালার হতে ওদের উচ্চাকাঙ্খা নেই

বেষভূষায় ওরা সাধারন, অতি সাধারন মানুষ

অন্যায়-অবিচারের বিরুদ্ধে ফুসেঁ ওঠা প্রতিবাদী মুখ

কঞ্চি হাতে নেমেছে বুলেট কামানের বিরুদ্ধে

এটা ওদের কেমন আত্মবিশ্বাস?

.

জীবন বিনোদন ভুলে পেতে চায় মৃত্যুর অমিয় সুধা

এ ওদের কেমন ইচ্ছে?

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাগ্রত অগনিত সাহসী সৈনিক, ওরা কারা?

অনেকে বলে, ধরনীর বুকে ওরা মানুষ

আমি বলি, মানুষ সত্য; ওপারে ওরা ফুল হয়ে ফুটবে।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File