একটি গণহত্যার সাক্ষ্য

লিখেছেন লিখেছেন মিনহাজ আল হেলাল ০১ মার্চ, ২০১৩, ০৬:৩৭:১৪ সকাল

বৃষ্টির মত হায়েনার নির্বিচার বুলেট বর্ষন

রাইফেলের ট্রিগারে নিষ্ঠুর চাপাচাপি

আকাশে বাতাসে হাজারো দীর্ঘশ্বাস

উহ শব্দেই প্রানের যবনিকাপাত।

সমাধী হল অনেক সোনালী স্বপ্নের

সমাপ্তি ঘটল অনেক উজ্জল সম্ভাবনার

হার মানল সব রূঢ় বাস্তবতার কাছে

নতজানু হল সব ষড়যন্ত্রের কাছে।।

.

এ আমার দেশের উর্বর মাটি

শস্য মেড়ে যেখানে আগাছার চাষ হয়,

এখানে প্রতিভার কবর দেওয়া হয়,

মেধার শেষকৃত্য করে উল্লাস করা হয়।

ওরা আমার দেশের শাসক দল

ভনীতা করে দিশারী রূপে আবির্ভূত,

বাক স্বাধীনতায় যাদের প্রচন্ড আপত্তি,

গোলামীতেই যাদের আসল পরিচয়।।

.

এরা আমার দেশের সোনার ছেলে

জোর করে ভাল মানুষ সাজতে ব্যস্ত,

রক্তেই মেটে যাদের প্রবল তৃষ্ণা,

লাশের মিছিলেই যাদের একান্ত তৃপ্তি।

ওরা আমার দেশের বিদ্যাসাগর

কলমের কাজ যাদের বন্দুকে সিদ্ধি,

তোষামোদেই যাদের নিহিত ব্যক্তিত্ব

স্বার্থপরতাই যাদের চুড়ান্ত মনুষত্ব।।

.

এটি নিশ্চিত গণহত্যা বাহাত্তর-পচাত্তরের মত

এখনও চোখে ভাসে অসংখ্য বুলেটের ক্ষত,

জনপদে আক্রমন শানিত বিষাক্ত নাগ

পথ-প্রান্তর ছেয়ে গেছে অজস্র রক্তের দাগ।

নির্বাক যন্ত্রনা বুকে চেপেই বেচে আছি

একটি সুসংবাদের আশায়

আমরা গোলামীর শৃঙ্খল উপড়ে ফেলেছি,

আমরা সত্যকে ভালবাসতে শিখেছি।।

বিষয়: বিবিধ

১০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File