বিচিত্র সৃষ্টি: কত সুন্দর
লিখেছেন লিখেছেন মিনহাজ আল হেলাল ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:১৩:২৪ সন্ধ্যা
যেদিকেই যায় এই অপলক দৃষ্টি
পুলকিত হই দেখে স্রষ্টার সৃষ্টি
কোথাও বরফে ঢাকা কোথাও বা বৃষ্টি
কত বিচিত্র পৃথিবীর কালচার কৃষ্টি।
সাগরের পানি যার নেই কোন শেষ
ডাঙ্গায় রাখাল চরায় গরু ছাগল মেষ।
আকাশের বুকে চলে মেঘেদের খেলা
সেখানেই ভেসে চলে পাখিদের মেলা।
কোথাও গরম আর কোথাও বা শীত
নদীকুলে শোনা যায় কলতান গীত
পাহাড়ের বুক চিরে প্রবাহিত ঝর্ণা
সবুজের সমারোহে গাছেদের ধরনা।
কোথাও দোঁআশ মাটি কোথাও বা বেলে
আরেকটু গভীরে গেলে লোহা পাথর মেলে
আরও আছে দরকারী তেল আর গ্যাস
একদিন সব কিছু হয়ে যাবে শ্যাষ।।
(রচনাকাল: ১০ ডিসেম্বর ২০১০)
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন