লেখা টা পড়লাম
লিখেছেন লিখেছেন কালের কন্ঠ ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:২২:৪৩ রাত
শহিদ রাহাত: কিছু কথা
পুলিশের গুলিতে নির্মম ভাবে আহত হওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়। কয়েক ধপা অপারেশন এর পর তার আভ্যন্তরিন রক্তক্ষরন বন্ধ করা সম্ভব হয়। ধিরে ধিরে তার অবস্থার উন্নতি হতে থাকে। গতকালকে শেষ ধপা অস্রপচার। সবারই আশা তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে বলে গেলেন আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন।
অবশেষে সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে শাহাদাতের পেয়ালা পান চলে গেলেন মহান মনিবের দরবারে। মূহর্তে ছড়িয়ে পড়ল সবখানে তার মৃত্যূর খবর। শোকের-বন্যা অশ্রূ হয়ে বেরিয়ে এলো সবার চোখে। facebook এ এক friend এর status থেকে রাহাতের ID র link পেয়ে search দিলাম। খুলে দেখি "respond to your friend request" লেখ। বুঝলাম অনেক আগে সে আমাকে friend request পাঠাইছে। but আমি accept করিনাই। নিজেকে অনেক অপরাধী মনে হল। friend request টা accept করলাম। তার ID তে ডুকে মনে হল শাহাদাতের খবর অনেক আগে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। একটু দেখুন তার ID টা http://www.facebook.com/rahath.khan.140?sk=wall
Rahath Khan
Lives in SylhetFrom SylhetBorn on November 30, 1989
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন