রক্ত ঝরছে, রক্ত ঝরবে, রক্ত ছাড়া সমাধান অসম্ভব।

লিখেছেন লিখেছেন নীরু ০৯ মার্চ, ২০১৩, ০১:২৫:১১ রাত















৭১ এ মুক্তিযুদ্ধে সমাধানকৃত ধর্ম ভিত্তিক রাজনীতির বিষয়টা মেজর জেনারেল জিয়াউর রহমান ৫ম সংশোধনী মাধ্যমে ফিরিয়ে আনার কারনে রক্ত ঝরার অনিবার্য্যতা তৈরী হয়।

তবে কখন, কি পরিমানে, ঝরবে বিষয়টা অনিশ্চিত ছিল।

এখন ঝরছে। এখন যদি জামাতে ইসলামীর রাজনীতি বন্ধ করে দেওয়া হয়, রক্তের পরিমানটা বিজ্ঞ জনেরা ধারনা করতে পারবেন ।

আবার এখনকার রাজনীতির মাধ্যমে জামাতে ইসলামীর রাজনীতি বন্ধ করা না হলে, পরবর্তি কোন এক সময়ে বা একাধিক সময়ে অধিকতর রক্ত ঝরার অনিবার্য্যতার জন্য জাতিকে অপেক্ষা করতে হবে।


কারন মওদূদী মতাদর্শের জামাতে ইসলামী চূড়ান্তে এসে ইসলামী বিপ্লবের মোড়কে রাষ্ট্র বিপ্লব ঘটাবে এবং রক্ত ঝরবে।।

তখন দেখা যাবে আওয়ামী লীগ বিএনপি সহ অন্যরা একদিকে এবং অন্য দিকে থাকবে জামাত ও তার অনুকূলের ইসলামিক দল সমূহ। বিনা রক্তে বিপ্লব কোথাও হয়নি, হবেও না।।

তাই ভবিষ্যত প্রজন্মকে রক্তের বন্যা থেকে রক্ষা করার স্বার্থে এখনই কম রক্তপাতে ওদের রাজনীতির ইতি টানি।।

বিষয়: রাজনীতি

১৭৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File