মতামত চাই। দায়িত্বপালনে মৃত্যু যাদের।

লিখেছেন লিখেছেন নীরু ০২ মার্চ, ২০১৩, ০৭:৫৫:৩৭ সন্ধ্যা

















মতামত চাই। সংক্ষেপে জানাবেন প্লীজ্।

দায়িত্বপালনে মৃত্যু যাদের।


আপনারা অবগত আছেন। আমার আপনার স্বদেশ অস্থির ও উত্তাল।

স্বদেশের এই অস্থির ও উত্তাল পরিবেশে জীবনহানী ঘটছে আমি আপনি চাই বা না চাই।


তিন ধরনের মানুষ মারা যাচ্ছেন। যেমন-ক)দাবি ভিত্তিক আন্দোলনকারী রাজনৈতিক নেতা কর্মি। খ) আন্দোলনে পরিবেশ নিয়ন্ত্রণকারী পুলিশ, আর্মি ও অন্যান্য পর্যায়ের রাষ্ট্রীয় লোকজন। গ) সংঘর্ষের ঢামাঢোলে সাধারণ নাগরিক।

উত্তর চাই ?? ৭১ এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রেক্ষাপটে ২টি বিবেচনায়-

১। রাজনৈতিক বিবেচনায়।

২। রাষ্ট্রীয় বিবেচনায়।


প্রশ্ন হচ্ছেঃ মৃত অর্থাৎ জীবন দেয়া ব্যক্তিকে শহীদ বা বলিদান বা জীবন উৎসর্গ ইত্যাদি। আপনার দৃষ্টিভঙ্গী তুলে ধরুন।

বিষয়: রাজনীতি

১৩৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File