রায় যাবে কার পক্ষে !! রাষ্ট্র কি তাঁর জন্মের বিরুদ্ধে দাঁড়ানোদের আস্ফালনে ভীত হবেন !! ইনশাল্লাহ্ রাষ্ট্রপক্ষ এবারও জিতবে, জিততেই হবে।

লিখেছেন লিখেছেন নীরু ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:১০:০০ সকাল





রায় যাবে কার পক্ষে !!

রাষ্ট্র কি তাঁর জন্মের বিরুদ্ধে দাঁড়ানোদের আস্ফালনে ভীত হবেন !! নাকি দমন করবেন !!

ইনশাল্লাহ্ রাষ্ট্রপক্ষ এবারও জিতবে, জিততেই হবে।

সর্বশেষ জেরার দিন ও ছেলের জানাজার দিন সাঈদী কসম খেয়ে নিরোপরাধের কথা বললেন।

ইসলামের আইন বলুন সাধারন আইন বলুন কোন আইনই কীড়া কসম বিচারে বিবেচ্য বিষয় হিসেবে নেয় না। বরং অপরাধীর মুখে কীড়া কসম সাধারণ বৈশিষ্ট্য হিসেবে আমাদের সমাজে স্বীকৃত।

সাঈদী বলছেন ওনি দেলু দেউল্যা দেলু শিকদার না।

এটা কিভাবে বিশ্বাস যোগ্য।

বোকারাও বুঝে, দেলু দেউল্যা দেলু শিকদার নামক অন্য অস্তিস্থ থাকলে জামাত তার নাম ঠিকানা নিয়ে আদালত ও পত্রিকায় দাঁড়াত।

ঠিক একইভাবে রায়ের আগে শেষ জেরাতে কাদের মোল্লা বলেছেন কসাই কাদেরের অপরাধ আমার উপরে অন্যায়ভাবে সরকার চাপিয়েছে।

জনগণ বুঝে জামাত তুরস্কে টাকা খরচ করতে পারে আর কসাই কাদেরের নাম ঠিকানা দিতে পারে না!

থাকলে জামাত ধরে আনত,তার নেতাদের ছাড়াতে।।

কামনা ও প্রার্থণা করছি,

ঘৃণ্য এইসব রাজাকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ইউক।।

বিষয়: রাজনীতি

১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File