সাঈদীর পক্ষে বলায় ক্ষুব্ধ জনতা ওয়াজীনকে গনধোলাই দিয়েছে ।

লিখেছেন লিখেছেন নীরু ১৪ মে, ২০১৪, ০১:৪০:৫৫ দুপুর



সাঈদীর পক্ষে বলায় মওলানাকে গণধোলাই

14 May, 2014

মাহফিলে যুদ্ধাপরাধী ও ফাঁসির আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ‘বয়ান’ দেয়ায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক ধর্মীয় বক্তাকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার রাত ১টার দিকে ভানোর কাশিডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে এক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মো. জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মওলানা মো. আ. খালেককে ধর্ম অপব্যাখ্যা ও আদালত অবমাননার দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

রাতের ওই অনুষ্ঠানে যোগ দিতে রংপুরের কাউনিয়া উপজেলা থেকে আসেন মওলানা খালেক। এ সময় স্থানীয় আলেম ওলামা, বিভিন্ন ধর্মচিন্তাবিদরাও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মওলানা খালেক তার বক্তব্য দিতে এসেই বলেন, আল্লামা সুফি দেলাওয়ার হোসাইন সাঈদী একজন ভালো লোক, সে কোন দোষ করে নাই, তাকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে।

তার ওই বক্তব্য শেষ হতে না হতেই উপস্থিত লোকজন মঞ্চে উঠে তার মাইক কেড়ে নেন এবং তাকে বেধরক গণপিটুনি দেন। এ সময় ওয়াজ মাহফিল পণ্ড হয়ে যায়। ক্ষুব্ধ লোকজনের হাত থেকে খালেককে উদ্ধার করে মসজিদের লোকজন মসজিদ কক্ষে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।

ধর্মীয় অনুষ্ঠানটিতে হাজারেরও বেশি নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

উৎসঃ বিডিনিউজ২৪

বিষয়: রাজনীতি

৩৫১৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221391
১৪ মে ২০১৪ দুপুর ০১:৫২
সুশীল লিখেছেন : কাজের কাজ হয়েছে
১৫ মে ২০১৪ রাত ০১:০৬
169075
নীরু লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।
221398
১৪ মে ২০১৪ দুপুর ০২:২৯
আজব মানুষ লিখেছেন : কপি পেস্টের জমানা কি আজও আছে? যারা টাকা দিয়ে এমবি কিনে ব্লগ পড়ে, তারা নিউজ পোর্টালও পড়ে।
নিজ থেকে কিছু লেখে দিলেই পোস্টটা মান পেত
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
168970
তহুরা লিখেছেন :
১৫ মে ২০১৪ রাত ০১:০৮
169076
নীরু লিখেছেন : দুঃখিত।
খবরটা জানানোর লোভ সামলাতে পারিনি।
ধন্যবাদ।
১৫ মে ২০১৪ রাত ০১:১০
169077
নীরু লিখেছেন : কিগো তহুরা বেগম,মন্তব্য কই !
221421
১৪ মে ২০১৪ দুপুর ০৩:৪৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : উচিত শিক্ষা হয়েছে। এখনো রাজাকারদের পক্ষে বলার লোকও খুজে পাওয়া যায় আফোসোস। দেশ স্বাধীন করে লাভ কি হলো?
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
168969
তহুরা লিখেছেন :
১৫ মে ২০১৪ রাত ০১:১২
169078
নীরু লিখেছেন : সবই বিএনপির সৃষ্ট জঞ্জাল।
ধন্যবাদ।
১৫ মে ২০১৪ রাত ০১:১৩
169079
নীরু লিখেছেন : কিগো তহুরা বেগম,মন্তব্য কই !
221510
১৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১১
আঁধার কালো লিখেছেন : ভালো লাগলো ।
১৫ মে ২০১৪ রাত ০১:১৪
169080
নীরু লিখেছেন : থ্যান্কস,ভালো আমারো লেগেছে।
কেন যে ঐখানে ছিলাম না !!
221707
১৫ মে ২০১৪ সকাল ১০:২৩
সালাম বাংলাদেশ লিখেছেন : জনতা নয় কুত্তা কামড়িয়ে দিয়েছে,
মনে রাখতে হবে নিজের পাড়ায় গেলে নেড়ি কুত্তাও মাস্তানি করে।
এখন চলছে ৭১,৭২ সামনে ৭৫ আইলে দেখা যাবে কুত্তা সব নেংটী ইন্দুর হয়ে গর্তে ঢুকে গেছে।
১৬ মে ২০১৪ দুপুর ০৩:৫৫
169661
নীরু লিখেছেন : ডগ স্কোয়ার্ডের প্রশিক্ষিত কুত্তা ঠিকই অপরাধীকে কামড়িয়ে দেয় । ওয়াজীন সাঈদীর নামে প্রশংসার অপরাধেই বোধহয় হামলে পড়েছে ।।
ধন্যবাদ। ডোন্ট মাইন্ড।
১৮ মে ২০১৪ দুপুর ০১:৪৭
170303
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
নিশচয়ই যারা মুসলমান নয় তাদের কাছে মাওঃ সাইদির সত্যের কোন মুল্য থাকবে না,

এদের জন্যই রয়েছে কবেরর বিষধর সাপের আজাব,

222971
১৮ মে ২০১৪ দুপুর ০১:৪৯
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :

নিশচয়ই যারা মুসলমান নয় তাদের কাছে মাওঃ সাইদির সত্যের কোন মুল্য থাকবে না,

এদের জন্যই রয়েছে কবেরর বিষধর সাপের আজাব,

সত্যকে ঢেকে রাখার নাম কুফরি,

জঙ্গি--লীগ ও তার চামচা রা যেভাবে কুফরি করে চলছে,
তাতে বাঙ্গালদেশে আরও অনেক আল্লাহর গজবের আশঙ্কা রয়েছে,

আস্তাগফিরুল্লাহ .।.।.।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File