‘শয়তান ছাড়া কেউ ইসলাম হেফাজতের কথা বলতে পারে না’-সংকট আছি। -সংকট মুক্তির উপায় কি?
লিখেছেন লিখেছেন নীরু ০৪ এপ্রিল, ২০১৩, ১২:৩৫:১০ দুপুর
--সংকট আছি।
-সংকট মুক্তির উপায় কি?
থাকলে জানান।
আজকের মানবজমিন অনলাইন থেকে হুবহু দেয়া হল।।
বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট সভাপতি হাফেজ মওলানা জিয়াউল হাসান বলেছেন, আল্লাহ সূরা হিজর-এ ঘোষণা দিয়েছেন- ‘আমিই কোরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্যই আমিই উহার সংরক্ষক।’ আল্লাহ নিজেই যেখানে ইসলাম-কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন সেখানে আল্লাহর দায়িত্ব পালনের কথা একমাত্র শয়তান ছাড়া অন্য কেউ বলতে পারে না। সুতরাং হেফাজতে ইসলাম নামের সংগঠনটি ইসলাম ও কোরআন বিরোধী। সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তিনি ‘হেফাজতে ইসলামের নামে যুদ্ধাপরাধীদের রক্ষার ষড়যন্ত্র চলছে’ অভিযোগ করে তাদের রুখে দাঁড়ানোর জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি জোবাইদ আলী, অধ্যাপক মওলানা নোমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব এটিএম বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মওলানা মোসলেহ উদ্দিন, প্রচার সম্পাদক অধ্যক্ষ মওলানা ফারুক হোসাইন প্রমুখ।
বিষয়: বিবিধ
১৮৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন