একুশে বইমেলা, ২০১৩ ‘চট্টগ্রাম: সাগর তীরে আলোর শহর’-এবারের একুশে বই মেলায় মুরাদের নতুন বই ইতিহাস, ঐতিহ্যের সাথে এক অন্য আলোয় নতুন সম্ভাবনার চট্টগ্রাম

লিখেছেন লিখেছেন মুরাদ ০২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২৩:০৯ সকাল

একুশে বইমেলা, ২০১৩

‘চট্টগ্রাম: সাগর তীরে আলোর শহর’-এবারের একুশে বই মেলায় মুরাদের নতুন বই

ইতিহাস, ঐতিহ্যের সাথে এক অন্য আলোয় নতুন সম্ভাবনার চট্টগ্রাম

সাগর, পাহাড় আর নদীর তীরে ইতিহাস-ঐতিহ্যের মেলবন্ধনে এক অপরূপ সুন্দর নগরী চট্টগ্রাম। সব উপমাই যেন মিলে মিশে একাকার হয়ে যায় চট্টগ্রামের সাথে। রূপের অপরূপ মাধুরি ছড়িয়ে আছে এখানকার প্রতিটি জনপদে, পথে ঘাটে। চট্টগ্রামের গৌরবগাথা ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য আর বর্ণিল সম্ভাবনার নানা দিক নিয়ে সাংবাদিক, লেখক গোলাম মাওলা মুরাদের প্রথম গ্রন্থ ‘চট্টগ্রাম: সাগর তীরে আলোর শহর’। ২০১৩ সালের একুশে বই মেলায় এক নতুন সংযোজন। পুরোনো ইতিহাস ঐতিহ্যের সাথে নতুন এক সম্ভাবনাময় চট্টগ্রামকে জানতে, বুঝতে উপলব্দির এক নতুন দরজা খুলে দেবে বইটি।

বইটি কিনুন, পড়–ন, নিজে সমৃদ্ধ হোন, অন্যকে ভালোবাসা, মততা আর শ্রদ্ধাঞ্জলির নিদর্শন হিসেবে বইটি উপহার দিয়ে সমৃদ্ধ করুন, সম্মানিত করুন। জ্ঞানের জগতকে আলোকিত করে নিন। #

বিষয়: বিবিধ

২১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File