নদীর পারে বাড়ী আমার
লিখেছেন লিখেছেন রিসালাত মিরবহর ২৭ জানুয়ারি, ২০১৩, ১০:১৮:০৭ সকাল
নদীর পাড়ে বাড়ী আমার
নদীর পারে ঘর
সেই নদীতে পড়েছে এক
মস্ত বড় চড় .....।
শেষ বিকেলে যাই হাটিতে
নদীটির ঐ তীরে
দেখি কত পাখ-পাখালি
ঘুরছে আকাঁশটিতে .....।
সন্ধে হলে ফিরি ঘরে
চাঁদের আলোয় উঠন ভরে
দূরের ঐ কাশ বনে
শেয়ালগুলো ডেকে মরে .....।
ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসে
জোসনা যখন যায় হাড়িয়ে
ভয়ে তখন হাত বাড়িয়ে
মাকে ডাকি ফিসফিসিয়ে .....।।
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন