ঘ্যাচাং করে জামায়াতের নিবন্ধন বাতিল সম্ভব নয়
লিখেছেন লিখেছেন মাহফুজুর রহমান ১৫ আগস্ট, ২০১৩, ১১:২৩:৩১ সকাল
নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন ঘ্যাচাং করে বাতিল করা সম্ভব নয়। হাইকোর্টের দেয়া রায়ের পর আপিল বিভাগে জামায়াতের পক্ষ থেকে আপিল করা হয়েছে। ফলে আদালতে বিষয়টি চূড়ান্ত রায়ের ওপর ইসি পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। সে পর্যন্ত জামায়াতের নিবন্ধন এখনো বহাল আছে। মতা দেয়ার নামে নির্বাচন কমিশনকে (ইসি) ফ্রাঙ্কেনস্টাইন দানব বানানো উচিত নয়। যাতে কেউ সামান্য কারণে ব্যাপক তির শিকার না হয়। বলে জানান ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব মো: জাবেদ আলী। জামায়াতের নিবন্ধন নিয়ে গতকাল ইসির নিজস্ব দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। হাইকোর্ট গত ১ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসিতে নিবন্ধনকে অবৈধ করে বিভক্ত রায় দেন। তিনি বলেন, শুধু সরকার দলটিকে নিষিদ্ধ করলেই কমিশন ঘ্যাচাং করে নিবন্ধন বাতিল করতে পারে না। কমিশনকে মতাসীন করা হোকÑ এটা আমরা সবাই চাই। কিন্তু মতা দেয়ার নামে ফ্রাঙ্কেনস্টাইন দানব বানানো ভালো নয়। এতে কারো প্রতি অনৈতিক সিদ্ধান্ত প্রয়োগ হতে পারে। তাই এমন কোনো মতা দেয়া উচিত নয়, যাতে ভুল করে হলেও কেউ তির সম্মুখীন হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাবেদ আলী বলেন, জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলপ্রক্রিয়া নিষ্পত্তির পর পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন (ইসি)। তিনি বলেন, আদালতের বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জামায়াতের নিবন্ধন বহাল থাকবে। আমরা আদালতের চূড়ান্ত রায় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর আগে কোনো পদক্ষেপ নেয়া যাবে না। এত স্বৈরাচারী মতা থাকাও উচিত নয়। আদালতের রায় জামায়াতের বিরুদ্ধে গেলে স্বাভাবিকভাবে তাদের নিবন্ধন বাতিল হবে। জামায়াতের গঠনতন্ত্রের বিষয়ে কমিশনের করণীয় সম্পর্কে তিনি বলেন, আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে তাদের কয়েক দফা চিঠি দিয়েছি তারা আমাদের জবাব দিয়েছে। আমরা যাচাই করে আবার নোটিশ দিয়েছি। কমিশনের এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আদালতের কার্যক্রম চালু হওয়ায় আমরা আমাদের কার্যক্রম স্থগিত করেছি। এখন বিষয়টি আদালতে বিচারাধীন। কোনো রাজনৈতিক দল বাতিলের ক্ষমতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আরপিও-৯০ এইচ ধারা অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে। এই প্রক্রিয়া দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। তাই ইচ্ছা করলে কমিশন কোনো দলের নিবন্ধন বাতিল করতে পারবে না। জামায়াতের নিবন্ধন বাতিল হলে তারা আবার নিবন্ধন করতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, সংবিধানের ৩৮ ধারা অনুযায়ী যে কারো রাজনৈতিক দল করার অধিকার আছে। এ ছাড়া আরপিও-৯০ এইচ অনুযায়ী কমিশন সময় সময় নিবন্ধনের জন্য বিজ্ঞাপন দিয়ে আবেদনপত্র আহ্বান করে। সুতরাং জামায়াত স্বাভাবিকভাবে আবার আবেদন করতে পারবে
বিষয়: রাজনীতি
১৩৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন