ক্ষমা চাই স্বাধীনতা

লিখেছেন লিখেছেন বিডি রকার ২৬ মার্চ, ২০১৩, ০২:১৫:১৩ দুপুর

৪২ বছর আগে করেছিলাম মুক্তিযুদ্ধ , ছিনিয়ে এনেছিলাম স্বাধীনতা

কিন্তু যখন দেখি কাঁটাতারের বেড়ায় ঝুলছে স্বাধীনতা

যখন দেখি বিজিবি জওয়ানের ফাঁকা বন্দুকে শূন্য স্বাধীনতা

যখন দেখি পেটহীন এক শিশুর শীর্ণ গায়ে চুপসে স্বাধীনতা

যখন দেখি রাস্তায় পড়ে থাকা প্রাণহীন এক তরুনের হলুদ মগজে মাখছে স্বাধীনতা

যখন দেখি বিপ্লবী অবুঝ শিশুর দিকে ধেয়ে যাওয়া গুলির মুখের সামনে স্বাধীনতা

যখন দেখি পাঁচতলার দিকে চেয়ে থাকা গাছতলায় বসে থাকা ভিক্ষুকের চোখে হতাশ স্বাধীনতা

যখন দেখি অসতের হঠটার বিজয়ের প্রতি সতের শুধুই চেয়ে থাকার স্বাধীনতা

যখন দেখি নারীর কথিত অবাধ স্বাধীনতা

যখন দেখি ইজ্জত আর আত্নহত্তার স্রোতের অবিরাম স্বাধীনতা

যখন দেখি সত্য-মিথ্যার রূপান্তরের কুৎসিত স্বাধীনতা

যখন দেখি ক্ষমতাশালিদের সীমাহীন ডাকাতির এক বেয়াদব স্বাধীনতা

যখন দেখি সত্য বলায় মুখ চেপে ধরে এক ভয়ংকর স্বাধীনতা

অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে মুখে থাকে না কথা

যখন দেখি দুর্নীতি-সন্ত্রাস আর অন্যায়ে মাখামাখি এক বিকৃত স্বাধীনতা

যখন দেখি বাজারে চড়া দামে বিক্রি হওয়া এক পণ্য স্বাধীনতা

এই কি সেই স্বাধীনতা !!!

যে স্বাধীনতার জন্য হাতের মুঠোয় প্রান নিয়ে এঁকেছিলাম কল্পলতা

চুপ থাকিস্ না স্বাধীনতা

এর তরে কি করেছিলাম মুক্তিযুদ্ধ , এনেছিলাম স্বাধীনতা !!

তুই কি এই দিয়েছিলি কথা ?

যদি তাই হয় তবে থাকিস না এ দেশে , চলে যা অন্য কোথা

ক্ষমা চাই স্বাধীনতা ............

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File