আসিতেছে SIA ( Shibir intelligence Agency ) সিরিজ .... মিস করবেন তো পস্তাবেন !
লিখেছেন লিখেছেন বিডি রকার ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৫৪:৪৩ রাত
দেশে যুদ্ধাপরাধী জঙ্গি রাজাকারের দল জামাতের অস্বাভাবিক জনপ্রিয়তা দেখে গা চুলকানি শুরু হয়ে গেছে অনেক সুশীল নাগরিকের !
তাদের আজ দুঃখের অন্ত নেই । কেউ আর তাদের সান্ত্বনা দিতে পারছে না ।
সবকিছু কেমন যেন এলোমেলো ! সবার সামনে প্রকাশ্যে কিছু করছেনও না । চক্ষুলজ্জা বলে যে একটা জিনিস আছে তাই হয়তো তাড়িয়ে বেড়াচ্ছে ।
আগের মত ঘন ঘন ক্যামেরার সামনে এসে কিছু বলতেও পারছেন না ।
কিন্তু এভাবে যদি উনাদের মত বিশিষ্ট নাগরিকরা গা ঢাকা দেয় – তবে চেতনায় খাড়া হয়ে যাওয়া আম পাবলিকের কি হবে ?
তাই শিবির ইন্টেলিজেন্স এজেন্সি মাঠে নেমে গেছে ......
লোকচক্ষুর সামনে যা আসার নয় – তাই বের করে আনতে আজ সক্রিয় তারা ।
সেই দুঃসাহসী এজেন্টদের কাছ থেকে কি বেড়িয়ে আসছে তা যদি জানতে চান তবে লেখক এর সাথেই থাকুন .......
ব্লগঃ বিডি রকার
ফেসবুকঃ ওবামা বিন লাদেন
বিষয়: বিবিধ
১৭৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন