উপজেলা নির্বাচনের ফলঃ- “ জামায়াত জিতেছে নাকি হেরেছে ?? ”
লিখেছেন লিখেছেন বিডি রকার ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২৪:৪৩ রাত
সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাচন । আশ্চর্যজনক ভাবে এই উপজেলা নির্বাচনে কথিত রাজাকারের (!) দল জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ উত্থান ছিল সবচেয়ে বড় চমক ।
এখন পর্যন্ত যে ৩০ টির মত আসনে জামায়াতের প্রার্থী আছে তার অনেকগুলোতেই বিপুল ব্যবধানে এগিয়ে আছে !
এই নির্বাচনে জামায়াত শিবিরের এই সাফল্যে অনেকেই খুশি হলে আদৌ কি এটা জামায়াতের বিজয় ?
আমাকে যদি এর উত্তর বলতে বলা হয় তবে বলব , ‘ না ; জামায়াতের জয় সেই দৃষ্টিতে হয়নি । বরং একদিক থেকে এই ফল তাদের বিরুদ্ধেই যাবে । ’ নির্যাতনের যে স্টিম রোলার তাদের উপর দিয়ে চালানো হচ্ছে তার মাত্রা এখন আরও কয়েকগুণ বেড়ে যাবে তাতে কোনও সন্দেহ নাই ।
এতদিন অত্যাচারের মাত্রা যা ছিল এখন দিল্লীর নতুন প্ল্যান অনুযায়ী তা বদলাবে । শুধু তাই নয় , যথাযথ কারনে বিচারবহির্ভূত হত্যাও বেড়ে যাবে ।
নতুন আমদানি ক্রসফায়ারের জন্য আরও কিছু নেতাকে অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে । নির্বাচনে ভরাডুবি ও জামায়াতকে নির্মূল করার জন্য এই চরম পন্থাই এখন ভারতের প্রধান অস্ত্র । মাঠ পর্যায়ের সব জনপ্রিয় নেতাদের ক্রস্ফায়ারে দেয়ার পর ভারত এবার মনোযোগ দিচ্ছে – দ্বিতীয় সারির সব নেতাদের সাফ করার দিকে....
সেক্ষেত্রে উপজেলা নির্বাচনই হয়তো তাদের টোপ । এতে পলাতক অনেক নেতাই বের হয়ে আসবেন । একই সাথে কাদের কাদের মারতে হবে সেটাও অতি সহজেই নিরূপণ করা যাবে ।
--
তাই আপাত দৃষ্টিতে আগেই হুযুগে মাতাল হয়ে এ নির্বাচনের ফল শুনে আনন্দ করতে আমি রাজি নই.....
বিষয়: বিবিধ
১৭৯০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি বিচিত্র সেলুকাস !! আমরা।
০ এইতো বুঝছেন
মন্তব্য করতে লগইন করুন