কি হয়েছিল ইউসুফ সাহেবের ???
লিখেছেন লিখেছেন বিডি রকার ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৩৭:৩০ সকাল
কারাগারে জামায়াতের সিনিয়র নায়েবে আমীর একে এম ইউসুফ সাহেবের আকস্মিক মৃত্যুই ছিল গতকালের টক অফ দ্যা টাউন !
আওয়ামী রেশমা নাটকের পর , সচেতন জনগণের বিশ্বাস ইন্ডিয়ার সহযোগিতায় এই সরকার যেকোনো নাটক করতেই সক্ষম ।
তাই তো এই মর্মান্তিক ঘটনাকে সোজা দৃষ্টিতে দেখছেন না অনেকেই ?
আসলেই কি হয়েছিল গতকাল , কিই বা 'র' এর স্ট্র্যাটেজি - তাই এখন সকলের জিজ্ঞাসা ??
এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে , গতপরশু দিন পর্যন্ত জনাব মাওলানা এ.কে.এম ইউসুফ সাহেব সুস্থ ছিলেন। ঐদিন দুপুর ও রাতে স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন।
পরদিন সকালে কারা কক্ষের বারান্দায় হঠাত পড়ে যান। সেবক এসে উনাকে ধরেন । তখন উনার সেন্স ছিল। হাল্কা কথা বার্তা ও বলেছেন।
এ অবস্থায় উনাকে পিজিতে পাঠানো হয় । আই সি ইউতে সীট ফাঁকা নেই এই অজুহাতে ঢাকা মেডিকেলে পাঠানোর জন্য বললেন। একজন মরণাপন্ন রোগীর সাথে এ ধরণের আচরণ দেখে হতবাক হয়েছিলেন খোদ নিরাপত্তারক্ষীরাও ! উনাকে গাড়ী থেকে নামানো হয়নি । দেওয়া হয়নি কোন ট্রিটমেন্ট ।
এই অবস্থাতেই গাড়িতে ফিরে আসলে দেখা যায় , উনি আর জীবিত নেই ।
কালক্ষেপণের মাঝেই পরপারে চলে যান তিনি ।
---
আসলেও এই পোস্টের লেখক হয়ে আমি নিজেও শতভাগ জানি না কি হয়েছিল ?
শুধু এতটুকু জানি , বিশ্ব নন্দিত এই মুসলিম ব্যক্তিত্বের এরকম অসম্মান জনক বিদায়ের ফলাফল - অবশ্যই জড়িতরা ভোগ করবে .....
বিষয়: বিবিধ
১৬১৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন