কি হয়েছিল ইউসুফ সাহেবের ???

লিখেছেন লিখেছেন বিডি রকার ১০ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৩৭:৩০ সকাল

কারাগারে জামায়াতের সিনিয়র নায়েবে আমীর একে এম ইউসুফ সাহেবের আকস্মিক মৃত্যুই ছিল গতকালের টক অফ দ্যা টাউন !

আওয়ামী রেশমা নাটকের পর , সচেতন জনগণের বিশ্বাস ইন্ডিয়ার সহযোগিতায় এই সরকার যেকোনো নাটক করতেই সক্ষম ।

তাই তো এই মর্মান্তিক ঘটনাকে সোজা দৃষ্টিতে দেখছেন না অনেকেই ?

আসলেই কি হয়েছিল গতকাল , কিই বা 'র' এর স্ট্র্যাটেজি - তাই এখন সকলের জিজ্ঞাসা ??

এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে , গতপরশু দিন পর্যন্ত জনাব মাওলানা এ.কে.এম ইউসুফ সাহেব সুস্থ ছিলেন। ঐদিন দুপুর ও রাতে স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন।

পরদিন সকালে কারা কক্ষের বারান্দায় হঠাত পড়ে যান। সেবক এসে উনাকে ধরেন । তখন উনার সেন্স ছিল। হাল্কা কথা বার্তা ও বলেছেন।

এ অবস্থায় উনাকে পিজিতে পাঠানো হয় । আই সি ইউতে সীট ফাঁকা নেই এই অজুহাতে ঢাকা মেডিকেলে পাঠানোর জন্য বললেন। একজন মরণাপন্ন রোগীর সাথে এ ধরণের আচরণ দেখে হতবাক হয়েছিলেন খোদ নিরাপত্তারক্ষীরাও ! উনাকে গাড়ী থেকে নামানো হয়নি । দেওয়া হয়নি কোন ট্রিটমেন্ট ।

এই অবস্থাতেই গাড়িতে ফিরে আসলে দেখা যায় , উনি আর জীবিত নেই ।

কালক্ষেপণের মাঝেই পরপারে চলে যান তিনি ।

---

আসলেও এই পোস্টের লেখক হয়ে আমি নিজেও শতভাগ জানি না কি হয়েছিল ?

শুধু এতটুকু জানি , বিশ্ব নন্দিত এই মুসলিম ব্যক্তিত্বের এরকম অসম্মান জনক বিদায়ের ফলাফল - অবশ্যই জড়িতরা ভোগ করবে .....

বিষয়: বিবিধ

১৬১৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175413
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৬
বিবেক লিখেছেন : এটা একটা সু-ষ্পষ্ট ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড। সরকার চেয়েছিল এভাবেই তারা মৃত্যুবরণ করুক। সরকারের জন্য তাদেরকে মারাও সমস্যা ছাড়াও সমস্যা। সুতরাং স্লো পয়েজনিং, কিংবা ব্লাড প্রেসারের চিকিৎসায় দেরী করানো, কিংবা হাই প্রেশারের চিকিৎসায় লো প্রেশারের ঔষধ প্রয়োগে যে কোন রোগীকে কিছুক্ষনের মধ্যেই পরপারে পাঠিয়ে দেওয়া সম্ভব। আর এই সরকার ভণ্ড, প্রতারক, চিটিং, বাটপার কর্তৃক পরিবেষ্ঠিত ও পরিচালিত। দলের ও সরকারের উচু থেকে নিচু পর্যন্ত সবাই আপাদমস্তক চাটুকার ও বিশ্বাসঘাতক নেতা হিসেবে পরিচিত, তাদের পক্ষে এই কাজ খুবই মামুলী। শেখ মুজিবের মত ব্যক্তি পর্যন্ত এই ধরনের ঘৃণ্য কাজে নিজেকে জড়ানোকে হীণ মনে করতেন না, সেখানে এই ধরনের নীচ মানের আওয়ামী নেতাদের নোংরা ও কদর্য চরিত্র থাকবেই একথা বলাই বাহুল্য।
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৯
128661
বিডি রকার লিখেছেন : Frustrated আসলেই তাই !
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৫
128990
বিডি রকার লিখেছেন : স্লো পয়েজনিং এর ব্যাপারটা আসলেই আলোচিত হচ্ছে ! Worried
175426
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১২
১০ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
128725
বিডি রকার লিখেছেন : হ্যাঁ
176053
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:১১
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
129787
বিডি রকার লিখেছেন : Worried

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File