লেখাটি যতবার পড়েছি , ততবার কেঁদেছি !

লিখেছেন লিখেছেন বিডি রকার ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:২৬:৫১ দুপুর

চোখের পানি ধরে রাখতে পারলাম না !!

** ”সাতক্ষীরা” জেলাঃ ছোট্ট একটা জনপদ কিন্তু স্বাক্ষ্য হয়ে রইল এক ঐতিহাসিক ইসলামী আন্দোলনের….

১. এই জেলায় জামায়াতে ইসলামীর সদস্য সংখ্যা বাংলাদেশের সব জেলা থেকে বেশী। সংখ্যাটা দশ বছর আগে ছিল ৪০০; ( এখন কত বুঝে নিন—- )

২. দেশের একমাত্র জেলা যার আনাচে কানাচে সব জায়গায় ইসলামী আন্দোলনের সমর্থকে ভরপুর।

৩. দেশের একমাত্র জেলা যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসলাম পালনে আগ্রহি। প্রত্যন্ত গ্রামে যাবেন দেখবেন ক্ষেতের পাশে কাজ শেষে চাষীরা জামায়াত করে নামাজ আদায় করছে। চিংড়ী ঘেরের পাশে দেখবেন কর্মীচারীরা নামাজ পড়ছে। কাজ ও চলছে সেই চলছে সাথে সময় মত প্রার্থনা।

৪. বায়তুল মাল দেবার ক্ষেত্রে এইজেলা সারা বাংলাদেশের সব জেলার থেকে অনেক অনেক ব্যবধানে এগিয়ে।

৫. সমর্থকদের বাড়িতে গেলেও দেখবেন এলাহি কান্ড— বায়তুল মাল আদায়ের জন্য নজীরবিহিন প্রচেষ্টা। বাড়িতে দশটা নারিকেল গাছ আছে এর এক্টিতে সাইনবোর্ড লাগানো আছে— ‘ইসলামী আন্দোলনের জন্য’—-অনুরূপ আরেকটি সাইনবোর্ড দেখলাম চিংড়ী মাছের ঘেরে—-তার মানে হচ্ছে তার আয়ের একটা বিশাল অংশ চলে যায় ইসলামী আন্দোলনের বায়তুল মালে।

৬) বাবা চাচারা নিজেদের ছেলেদের ছোটবেলা থেকেই গড়ে তোলেন ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে। এক ছেলে শহীদ হলে আরেক ছেলেকে ময়দানে পাঠান— এই ঘটনার অনেক সাক্ষী আছে। এত কিছুর জন্যই আমাদের সাতক্ষীরার ভাইদের জন্য উপহার—- ১. গত চার বছরে এই জেলায় শহীদ সংখ্যা ৫০ ছাড়িয়েছে। ২. বাড়ি ঘর গুড়িয়ে দেওয়া হয়েছে অনেক ভাই এর। অনেক গ্রাম পুরুষ শুন্য থাকে বেশীরভাগ সময়। ৩. একটি গ্রামে আসামী ধরতে পুলিশ গিয়েছিল ৩২ গাড়ি!! ৪. চিংড়ী ঘেরে কাজ করতে থাকা থেকে তুলে এনে গুলি করে মারা হয়েছে অনেক ভাইকে। ৫. দেলোয়ার হোসাইন সাইদী সাহেবের রায়ের দিন গুলিতে মারা গেছে শিবিরের ২১ জন ভাই। ৬. অষ্টম শ্রেনীর এক ভাইকেও ধরে এনে গুলি করে শহীদ করা হয়েছে। ————-প্রতিদিন ভাড়ী হচ্ছে শহীদী মিছিল। এখন পুলিশী গ্রেফতার ও ক্রসফায়ার এড়াতে গ্রামগুলোতেও রাস্তার মোড়ে মোড়ে টিম করে করে রাত জেগে দিনে থেকে ভাইরা পাহাড়া দিচ্ছে। এই শীতের রাতেও তাদের জন্য বিছানার সুখ কপালে নেই। মাঠে তাবু টানিয়ে থাকতে হচ্ছে। যাতে পুলিশ এলেই সবাইকে সাবধান করা যায়। অনেককে আবার জঙ্গলেও পালাতে হচ্ছে—— এতকিছুর পরো তাদের জিজ্ঞেস করেছিলাম কেমন আছেন? উত্তরটা ছিল— “সাতক্ষীরার মাটি আমাদের ইসলামী আন্দোলনের ঘাটি হিসেবে যেহেতু তৈরী হয়ে গেছে শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই মাটি ছেড়ে এক কদম নড়বোনা ইনশা আল্লাহ। খুনের ভয় দেখিয়ে আমাদের আর লাভ নেই। এখানের ছোট্ট শিশুটিও আর গুলির ভয় পায়না————-”



…. আসুন সবাই সাতক্ষীরার ভাইদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ যেন এদের সবাইকে তার রহমতের ছায়ায় স্থান দেন।

(সাতক্ষীরা থেকে ফেরা এক ভাই এর মুখ থেকে শোনা)

বিষয়: রাজনীতি

১৯১৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173300
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪২
আবু আশফাক লিখেছেন : আল্লাহ তাদের আরো হিম্মত দান করুন। ইসলামী আন্দোলনের জন্য তাদের কবুল করুন। দুনিয়া ও আখেরাতে তাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।
173301
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫২
আমি মুসাফির লিখেছেন : আল্লাহ তাদের আরো হিম্মত দান করুন


173314
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আবু আশফাক লিখেছেন : আল্লাহ তাদের আরো হিম্মত দান করুন। ইসলামী আন্দোলনের জন্য তাদের কবুল করুন। দুনিয়া ও আখেরাতে তাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।
173328
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৩
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :

জঙ্গিবাদী--আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক

জঙ্গিবাদী--আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক

০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৬
126930
আল সাঈদ লিখেছেন : yes, I agree with you
173341
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৪
ভিশু লিখেছেন : মজলুমদের কাছে পাওনা জালিমদের এই ঋণ শোধ করার ব্যবস্থা করা সবার নৈতিক দায়িত্ব!
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০২
127012
পল্লবগ্রহিতা লিখেছেন : ঠিক বলেছেন, যদি সত্যিই কেউ মজলুম হয়ে থাকে, তাহলে তার পক্ষই নেয়া উচিত।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০০
127172
বিডি রকার লিখেছেন : অবশ্যই
173384
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৭
আল সাঈদ লিখেছেন : আল্লাহ আরো তৌফিক দান করুন।
173397
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫১
কামরুল ইসলাম লিখেছেন : সাতক্ষীরার সন্তান হতে পেরে গর্ববোধ করি।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪২
127007
বিডি রকার লিখেছেন : মাশাআল্লাহ ভাই
173428
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
শেখের পোলা লিখেছেন : সাতক্ষীরার সিপাহীরা আরও সাহসী হোক৷ দোওয়া করি৷
173866
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
আল্লাহ্ তাদেরকে ভালবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসাগালানো প্রাচীর। [৬১-৪].

-আর তাদেরকে হত্যাকর যেখানে পাও সেখানেই এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখান থেকে তারা বের করেছে তোমাদেরকে। বস্তুত: ফেতনা ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। আর তাদের সাথে জিহাদ করো না মসজিদুল হারামের নিকটে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে। অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে। তাহলে তাদেরকে হত্যা কর। এই হল কাফেরদের শাস্তি। [২-১৯১]
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩১
127431
বিডি রকার লিখেছেন : তাহলে এখন কি করা উচিৎ বলে মনে করেন , বাস্তবের আলোকে ??
১০
174022
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৯
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : আমার বাড়ি সাতক্ষীরাতে। আমার বহু পরিচিতজন জুলুমের শিকার হয়েছেন।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
127782
বিডি রকার লিখেছেন : তাই নাকি ভাই !! আপনি কি সেখানেই ?
১১
178539
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : না আমি এখন ঢাকাতে থাকি, এলাকা থেকে ঘুরে এসেছি
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৪
131661
বিডি রকার লিখেছেন : কীরকম অবস্থা দেখলেন ?? Worried
১২
178964
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫২
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : আমি কাদের মোললা ভাইএর ফাসির কিছুদিন পর ঢাকা ফিরে এসেছি। এখনকার খবর আপনি যা জানেন আমিও তাই জানি
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৫
132100
বিডি রকার লিখেছেন : Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File