*** 'ঐশী' - তুমি একা নও..... ***

লিখেছেন লিখেছেন বিডি রকার ১৮ আগস্ট, ২০১৩, ০৬:২৬:৩৫ সন্ধ্যা



এক ঐশী না হয় বাবা-মা কে খুন করে আমাদের নজরে আসল ......

--

কিন্তু এরকম আরও কত ঐশী আমাদের সমাজের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে তার খোঁজ কি আমাদের সুশিল সমাজ রাখবে ??

---

---

না .. এখন আমাদের টনক নড়বে না । তবে একদিন নড়বে নিশ্চয়ই ....

-- যেদিন আমেরিকা কিংবা মেক্সিকোর মত ১৪-১৫ বছরের ছেলেমেয়েরা অহরহ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরবে । যেদিন বাবা-মাকে খুন করে কিংবা চুরি করে টাকা নিয়ে ড্রাগ কিনাটা হয়ে যাবে স্বাভাবিক ঘটনা , যেদিন বাবা -মায়ের বদলে তারা পিতামাতার মত মেনে চলবে তাদের ড্রাগ ডিলার গ্যাঙদের ; তারা যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করবে সেসব শিশুরা । পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য পাহারা দিবে নিজেদের ড্রাগ ডিলারদের ।

এবং একদিন সেই ড্রাগের বাশিওয়ালার পিছনে ছুটতে ছুটতে কাল্পনিক ভ্রান্তির নেশায় তারা হারিয়ে যাবে অন্ধকার ভবিষ্যতে.......

- তবে সেদিন আর সময় থাকবে না তা ফেরানোর ...

=========

এবার সময় এসেছে সমাজটাকে নতুন করে গড়বার । একই সাথে একাডেমিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষা এবং তার যথাযথ চর্চাই কেবল আমাদের বাঁচাতে পারে সেই ভয়াবহ ধ্বংসের হাত থেকে .....

....

তাই আর দেরী নয় । সমাজ বিনির্মাণের বিপ্লব এখন আমাদের সময়ের দাবী

বিষয়: বিবিধ

১৭১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File