*** কত কোটা !!!! ***

লিখেছেন লিখেছেন বিডি রকার ১৩ জুলাই, ২০১৩, ০৩:২৯:১৯ দুপুর

মুক্তিযোদ্ধার সন্তান হইল মুক্তিযোদ্ধা কোটা –

সরকারি চাকুরীজীবীর ছেলেমেয়েরা হইল সরকারি চাকুরীজীবী কোটায়-

মহিলারা না হয় নারী কোটা-

বিভিন্ন দূরবর্তী জেলার জন্য আছে জেলা কোটা-

প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী কোটা-

দুর্নীতিবাজদের পোলাপাইনের জন্য না হয় মামা-চাচা কোটা-

মন্ত্রীদের এলাকার লোকদের জন্য আছে সুপারিশ কোটা –

....

কিন্তু সবার জন্য সুন্দর সুন্দর কোটা থাকলেও মাগার মেধাবীদের জন্য আছে শুন্য ( ০ ) কোটা !!!

সেইজন্য তারা যখন বিক্ষোভ করবে তখন তাদের পিটিয়ে বাধ্য করার জন্য আছে ছাত্রলীগ । সরকারের বিরুদ্ধে কেও গেলেই বিনা উস্কানিতে মারদাঙ্গা থেরাপি দেওয়ার জন্য তাদের জুড়ি নেই ।

==

আচ্ছা ...আমি প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন রেখে বলতে চাই , আপনার হুকুম তামিল করার জন্য যে সোনার ছেলেরা রাতদিন মারামারি করছে তাদের জন্য একটা কোটার ব্যবস্থা রাখা যায় না ?? সেই কোটার নাম হবে “ লিঙ্গহারা কোটা ” ।

----

বিষয়: বিবিধ

১০৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File