রানার ফাঁসি চাই না , তবে ......( কাব্য )
লিখেছেন লিখেছেন বিডি রকার ২৯ এপ্রিল, ২০১৩, ০৮:০৬:২৭ রাত
সাভারে কিছু একটা হয়েছে ,
কি হয়েছে ?
কিছু না , কেবল...
কেবল ?
কেবল কতগুলো শ্রমিক মারা গিয়েছে ?
মানে !
ও কিছু না , কেবল কয়েকটা শ্রমিক মরেছে এই যাহ ।
তাই বুঝি ।
হ্যাঁ তাই , হাতি ঘোড়া কেউ তো আর মরেনি ।
মানে কি বলছিস এগুলো , এরা কি মানুষ না ??
আরে বললাম না , এরা শ্রমিক শ্রমিক । এদের মৃত্যুতে এতো চিল্লাপাল্লার কিছু নেই ।
আচ্ছা আচ্ছা ..
এরপরেও কিছু বোকারা কেবলই ভ্যা ভ্যা করছে । তারা জানে না এদের মৃত্যু হলে প্রতিবাদ করা উচিত নয় ।
উচিৎ নয় !! তা কেন ?
আরে ভাই , প্রতিবাদ করলে তো কোন লাভ নেই । যারা এসব দুর্ঘটনার জন্য দায়ী তারা তো সমাজের উঁচু স্তরের মানুষ – তারাই তো সভ্য
শুধু তারাই সভ্য !!
হ্যাঁ হ্যাঁ , শুধু তারাই সভ্য । এই জন্যেই তো তাদের ভুল ধরা উচিৎ নয় । তারা যা করে তা চুপ করে মেনে নেয়া উচিৎ ।
মুখ বুজে অন্যায় মেনে নিতে হবে !
অবশ্যই । তবে দুঃখের ব্যাপার হচ্ছে এরপরেও কিছু অসভ্য লোক এগুলোর বিরুদ্ধে কথা বলছে । তারা...তারা ঐ দালানের যে মালিক তাঁর ফাসিও চাচ্ছে ।
কিন্তু যদ্দুর জানি , সে সব কিছু জেনেও সেদিন জোর করে শ্রমিকদের আসতে বাধ্য করেছিল । এটা তো রীতিমত গনহত্যা ।
চুপ ...চুপ বললাম । তুইও ঐ বোকাদের মত কথা বলবি না । বললে কিন্তু ......
কিন্তু কি ? সত্যি কথা বলছি দেখে আমাকে ভয় দেখাচ্ছিস । জেনে রাখ , আমি মোটেও ভয় পাচ্ছি না । সত্যি আমি বলবই ।
না তুই বলবি না ।
অবশ্যই বলব , শোন আমি ঐ রানার ফাঁসি চাই না ।
তাই নাকি ! আসলেই । যাক এইতো এতক্ষণে একটি সঠিক কথা বললি ।
পরেরটুকু যে শুনলে না ।
আবার কি ?
ফাঁসি চাই না তবে আমি নিশ্চিতভাবে ঐ রানা নামক কুলাঙ্গারটার মৃত্যুদণ্ড চাই । কিন্তু ফাসির রশিতে ঝুলিয়ে এক মিনিটে তাঁর সহজ মৃত্যু হবে-তা চাই না ।
মানে !!
আমি চাই , ঐ রানা নামক অমানুষটাকে ইট,কংক্রিট,লোহার নিচে চাপা দিয়ে ঠিক সেভাবেই তিলে তিলে মারা হোক , যেভাবে মৃত্যুবরণ করেছে সেই শ্রমিকরা ।
যেভাবে দেহের অঙ্গের উপর দালানের বীম ধারণ করে চিৎকার করে আকুতি জানিয়েছিল হাজারো প্রাণ , ঠিক সেভাবেই একই যন্ত্রনায় কাতরাবে রানা – বীভৎস চিৎকার দিবে ; কিন্তু লাভ হবে না ।
সে যেন স্পষ্টভাবে মৃত্যুর উপস্থিতি টের পায় , সে যেন বুঝতে পারে মৃত্যু তার সামনে উপস্থিত । মৃত্যুর ঠিক আগমুহূর্তে সে যেন চাপা পড়ে মরার তীব্র স্বাদটি গ্রহন করতে পারে ।
আমি তাই রানার ফাঁসি চাই না , কেবল চাই সমান শাস্তি ।
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন