**আমরা কি এতই স্বার্থপর !!!**
লিখেছেন লিখেছেন বিডি রকার ২১ এপ্রিল, ২০১৩, ০৩:২৫:৩১ দুপুর
রাতের বেলায় সংগঠনের কয়েকজন ভাইকে নিয়ে এক
জায়গায় দাওয়াত খেতে গেলাম । কথা হচ্ছিল দেশের
সাম্প্রতিক পরিস্থিতি-ইসলামী আন্দোলনের
অবস্থা ইত্যাদি নিয়ে । চরম আড্ডা চলছিল ; আড্ডার
এক পর্যায়ে খাবার এসে হাযির হল । চাইনিজ,ফ্রাই,কা
রি,সালাদ কি নেই আইটেমের তালিকায় । সবই আমার
অনেক পছন্দের খাবার । জিভে লোল এসে গিয়েছিল ,
মুখে দিতে যাব – এমন সময়ে এমন একজনের
কথা মনে হল যার চিন্তাটা মাথায় আসার
সাথে সাথে সব কিছু যেন স্স্থবির হয়ে গেল । হাত
দুটি একটুও নড়াতে পারছিলাম না ।
গলা প্রবলভাবে ধরে আসছিল। পর
মুহূর্তে বুঝতে পারলাম , পেট থেকে কর্পূরের মতই
খিদে নামক জিনিসটি উধাও হয়ে গেছে । শেষ পর্যন্ত
আর খেতে পারি নি । নিজেকে ধিক্কার
দিতে দিতে চলে এসেছিলাম সেখান থেকে ।
আমার তখন কার কথা মনে পড়েছিল জানেন ??
মাহমুদুর রহমান নামক একজন মুজাহিদের কথা ,
যাকে আমরা সবাই বাংলার আরেকজন বাঘ
আখ্যা দিয়েছি । এই ঘটনার পর কেউ কেউ
হয়তো আমাকে অতি আবেগি বলবেন । কিন্তু
সত্যি কথা কি জানেন , এই দেশ থেকে যখন
ইসলামকে সমূলে উতপাটনের ভয়ংকর ষড়যন্ত্র
চলছিল , ইসলামী আন্দোলনের কর্মীদের যখন
নির্বিচারে পাখির মত গুলি করে মারা হচ্ছিল – আর
আমরা যখন খাদের কিনার থেকে অসহায়ের মত
চেয়ে চেয়ে আমাদের এই ধ্বংস দেখছিলাম , তখন
নির্ভীক এই মুজাহিদই ভয়ংকর স্রোতের
বিরুদ্ধে একলা দাড়িয়ে গিয়েছিলেন । কলমকে ড্রাম
মেশিনগান বানিয়ে বুক সামনে পেতে দিয়ে একহাত
দিয়ে শত্রুপক্ষের দিকে একের পর এক গুলির
বন্যা ছুটিয়েছিলেন আর আরেক হাত দিয়ে খাদের
কিনার থেকে তুলে এনেছিলেন আমাদের । কিন্তু
তিনি নিজে হয়ে গেলেন অরক্ষিত । শত্রুপক্ষের এক
ঝাঁক শকুন এসে ঘিরে ফেলল তাকে ।
কি অবস্থা এখন সেই মুজাহিদের ? তিনি এখন
হাসপাতালের কামরায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ।
কিছুই খাচ্ছেন না এখন । একটি মুহূর্ত পাড় করতেও
সংগ্রাম করতে হচ্ছে তার ।
আর নিজের জীবন বিপন্ন করে যাদের বাচালেন
তারা ? কই তাদের তো হাসপাতালে মৃত্যুর
সাথে পাঞ্জা লড়তে হচ্ছে না ! তাদের
তো সময়টা দিব্যি কেটে যাচ্ছে ! খাবারের কোন
সমস্যা তো তাদের হচ্ছে না , আমার মত
স্বার্থপররা তো এখনও চাইনিজ-ফ্রাই খেয়েই চলছেন
আর নিজেদের ইসলামী আন্দলনের
কর্মী দাবী করে আরামসে ঢেঁকুর তুলছেন ।
আল্লাহর কাছে শুধু দোয়া করি ইয়া আল্লাহ , বাংলার
এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহসী মানুষের
বড় আকাল । তবুও যে কয়েকজন আছে তারা তোমার
উপরে ভরসা করে নির্ভয়ে লড়ে যাচ্ছে । জালিমের
বিরুদ্ধে লড়াই যখন তুঙ্গে , তখন তোমার কাছে একটাই
দাবী – তোমার এই
সাহসী বান্দাগুলোকে এতো আগেই তুলে নিয়ে যেও
না আল্লাহ । তাদেরকে আবার আমাদের
মাঝে ফিরিয়ে দাও ইয়া আল্লাহ । কথা দিচ্ছি তাদের
পিছনে থেকে হলেও এই জমিনে ইসলামের
পতাকা উড্ডয়নের জন্য আমৃত্যু লড়াই করে যাব ,
ইনশাআল্লাহ ।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন