মৃত্যুপথযাত্রী মাহমুদুর রহমান ও একটি ডাক
লিখেছেন লিখেছেন বিডি রকার ১৮ এপ্রিল, ২০১৩, ১১:৪৯:৩৩ রাত
মাহমুদুর রহমান সিসিএউ তে ভর্তি -- অবস্থা আশংকাজনক ।
অথচ এই মহান ব্যক্তিটি বর্তমানে যে ইসলামি জাগরন আমাদের আশার আল দেখাচ্ছে তার অন্যতম কারিগর ।
-
-
ভাবছি ......... জীবনে সঙ্গবদ্ধ না হয়ে কিছু করতে পারিনি এবং করিনিও , ভালমতোই বুঝি সংগবদ্ধতার গুরুত্ব ও মাহাত্য কতটুকু ।
এখন সময় এসেছে এই ব্যাপারটিতে সঙ্গবদ্ধ হওয়ার ।
-
-
কিন্তু সঙ্গবদ্ধ করবে কে ? এর জন্য তো একটি ডাক দরকার ।
যে ডাক হবে সত্যিকারের স্বাধীনতার ডাক । যে ডাক শত কোটি বাধা বিপত্তি উপেক্ষা করে পরাধীনতার বন্দি শৃঙ্খল থেকে বের করে নিয়ে আসবে স্বাধীনতার সাহসী পাখিটিকে । যে ডাক ছেকে নিয়ে আসবে সত্যিকারের সাহসী পথিকদের । যে ডাকে পিছিয়ে যাবে মাউসের লেফট বাটনের দ্বারা আক্রান্ত লাইক,কমেন্ট আর শেয়ারের রোগীরা । যে ডাকে বোঝা যাবে কাদের বুকে সত্যিকার অর্থেই খোদাই করা আছে বিপ্লবের গাথামালা । যে ডাকে পালিয়ে যাবে সব পরাধীন অবাঞ্চিতরা ।
----
ঘুরে ফিরে কল্পনায় কেবল এই বিষয়টিই আসছে । কিন্তু এই কল্পনার বাস্তব চিত্রের জন্যও আমি পুরো প্রস্তুত আছি ইনশাআল্লাহ ।
অপেক্ষা এখন একটাই কখন শুনবো একটি ডাক । শুধুমাত্র একটি ডাক ......এই বুঝি শোনা গেল একটি বিপ্লবের দামামা ।
কান পেতে আছি শুনবো বলে ...
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন