সামিট প্রেমের কারণে দেশের আর কত কোটি টাকা নষ্ট হবে , লুটপাট হবে ?
লিখেছেন লিখেছেন আবার ১৫ মে, ২০১৩, ০৬:৩৬:০৫ সন্ধ্যা
বিবিয়ানা-২ ৩০০-৪৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সামিটকে বিশ্বব্যাংক টাকা দিতে না চাইলেও সামিটের জন্য প্রায় সোয়া ২ কোটি ডলার বিদেশি ঋণ অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, গত বছরের ১২ ফেব্র“য়ারি বিবিয়ানা-২ এর অর্থ সংস্থানের সময়সীমা শেষ হয়। সময়সীমা শেষের দু’দিন আগে সামিট সরকারের কাছে অর্থ সংস্থানের জন্য আরো ৬ মাস সময় চেয়ে আবেদন করে। চুক্তির পর থেকেই নানা অজুহাতে কেন্দ্রটির উৎপাদনের সময় পিছিয়ে দিতে থাকে সামিট। সরকারও বারবার সামিটকে সময় দিতে থাকে। সর্বশেষ গত ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়ায় সরকার। তখন পর্যন্ত সামিট তাদের ফিন্যান্সিয়াল ক্লোজিং করতে পারেনি। কুইক রেন্টাল নিয়ে যা হয়ছে তা সবার জানা ।
উল্লেখ - সামিট বর্তমান মন্ত্রী ফারুক খানের পারিবারিক কোম্পানি
বিষয়: বিবিধ
১২৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন