যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসনের আয়োজন ? রিপোর্টার-আন্তর্জাতিক অপরাধ আদালত-২

লিখেছেন লিখেছেন আবার ২২ জানুয়ারি, ২০১৩, ০৬:০০:৪৪ সন্ধ্যা

বিচারের নামে প্রহসন আর ন্যায়বিচার এক কথা নয়। অভিযুক্ত ব্যক্তির অধিকার আছে ন্যায়বিচার প্রাপ্তির। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি,

(১) রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু শো- ডাউন বিস্ময়কর

(২)অভিযুক্ত ব্যক্তি অনুপস্থিত থাকায় রাষ্ট্রের পক্ষ থেকে নামেমাত্র একজনকে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়, যা সম্পূর্ণ লোক দেখানো।

(৩)মামলার রায় দ্রুত প্রদানের জন্য সরকার নানাভাবে চাপ প্রয়োগ

(৪)সরকার অত্যন্ত তড়িঘড়ি করে এই বিচারকাজ সম্পন্ন করেছে।

(৫)দেশের প্রথিতযশা আইনজীবীদের মধ্য থেকে কাউকে স্টেট ডিফেন্স না করে দলীয় ব্যক্তিকে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়। ফলে যথার্থভাবে মামলা মোকাবিলা করা হয়নি।

(৬)দুনিয়ার ইতিহাসে যুদ্ধাপরাধের বিচারে বিস্ময়কর দ্রুততার সঙ্গে এভাবে রায় দেয়ার কোনো নজির নেই।

(৭)১৯৭৩ সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের মাধ্যমে পরিচালিত এ বিচারের মান, স্বচ্ছতা ও নিরপেক্ষ নয়

(৮)রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইন পরিবর্তন করে সিদ্ধান্ত প্রদান সম্পূর্ণ বেআইনি ও অযৌক্তিক।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File