আমরা কি বলতে চাই
লিখেছেন লিখেছেন মাওলানা ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪০:৪১ রাত
১) আমিও বিচার চাই। তবে...
২) শুধু কাদের মোল্লার ফাসি দিলেই কি হবে? দেশে আরো কত সমস্যা...
৩) শাহবাগের আন্দোলনকে সমর্থন করি, কিন্তু আন্দোলনের নামে নারী পুরুষের অসভ্যতা সমর্থন করি না।
৪) আমি শিবির পছন্দ করি না কিন্তু শিবিরের আদর্শ আমার ভালো লাগে।
৫) আপনি কিভাবে নিশ্চিত যে সাইদী নিজামি কাদের যুদ্ধাপরাধী? আপনি কি তাদের খুন করতে দেখেছেন?
৬) সাইদী যুদ্ধাপরাধী কিনা জানি না তবে উনি খুব ভালো আলেম, ইসলামী জ্ঞানী ব্যক্তি।
৭) হাসিনার বেয়াই...
৮) ঐটা নাস্তিকদের আন্দোলন
৯) আমিও ফাসি চাই, কিন্তু যেই আন্দোলনে নাস্তিক জাফর ইকবাল বক্তব্য দেয়, সেই আন্দোলন আমি সমর্থন করি না
১০) যদি মাওলানা দেলোয়ার হোসেন সাহেব সত্যিই যুদ্ধাপরাধী প্রমানিত হন, তাহলে আমিও উনার ফাসি চাই। (মাওলানা, সাহেব, হন, উনার এই শব্দগুলোতে জোর প্রয়োগ)
আরো আছে...
জামাত শিবির সমর্থকদের মুখের কমন বানী এগুলো। শাহবাগসহ সারাদেশের আন্দোলনকে কেন্দ্র করে অনেক ছদ্মবেশী ছাগু দেখতে পাচ্ছি। আপনার সন্দেহের তালিকাতেও হয়তো অনেকেই আছে! আন্দোলন নিয়ে তাদের সাথে ৫ মিনিট কথা বলুন। ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে বলছি, একজন খাঁটি ছাগু অবশ্যই উপরের কথাগুলো বলবে!
মনে রাখবেন, প্রকাশ্য শত্রুর চাইতে ছদ্মবেশী বন্ধু অধিক ভয়ংকর।
আমাদের দাবি একটাই! রাজাকারের ফাসি চাই! এর সাথে কোনো "কিন্তু/তবে" লাগানো যাবে না
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন