আরব আমিরাতে বৈশাখী মেলা ১৪২২..
লিখেছেন লিখেছেন ইছমাইল ২১ এপ্রিল, ২০১৫, ১০:৩৯:০৭ রাত
সংযুক্ত আরব আমিরাতের শারজায় আগামী ১লা মে অনূষ্ঠিত হতে যাচ্ছে বাংলার প্রানের উৎসব বৈশাখী মেলা ১৪২২।
"বাংলা হেরিটেজের" আয়োজনে আরব আমিরাতের শারজা মদিনা ক্রিকেট ষ্টেডিয়ামে অনূষ্ঠিত হবে বাংলাদেশীদের এই বৃহৎ মিলন উৎসব বৈশাখী মেলা ১৪২২। দিনব্যপী এই মিলন উৎসব শুরু হবে সকাল ১১টায় চলবে রাত বারটা পর্যন্ত। সকাল ১১টায় মেলা শুরু হলে ও সাংষ্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বেলা তিনটায়।
মেলায় থাকছে
পিঠা উৎসব
বাহারী রকমের স্টল
রশিটানা প্রতিযোগীতা
ফ্যমিলি গেইমস
শিশু বিনোদন
বৈশাখী মঞ্চ
জমকালো কনসার্ট সহ অনেক আয়োজন।
এতসব আয়োজন দেখার জন্য গেইট পাসের শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে মাত্র ১০ দিরহাম, অবশ্য গেইট পাসটি র্যফেল ড্র'র টিকেট, পুরষ্কার হিসেবে দুবাই - ঢাকা এয়ার টিকেট, এল ই ডি টিভি, মোবাইল সহ অনেক আকর্ষনীয় উপহার সামগ্রী।
মেলা উপলক্ষে আয়োজকরা স্টল বরাদ্ধ দিচ্ছেন, প্রতিটি স্টলের মূল্য রাখা হয়েছে ৬০০ দিরহাম থেকে ১০০০ হাজার দিরহাম।
মেলায় স্টল নিতে ইচ্ছুক ব্যবসায়ী ভাইয়েরা যোগাযোগ করতে পারেন নিচের নম্বর গুলোতে:
06 55 66 952
056 477 90 92
050 82 32 448
056 35 33 703
050 599 58 50
050 62 68 249
বিষয়: বিবিধ
১৮৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
এক সেকুলার শিল্পী তার গানটা এইভাবেই গেয়েছে...
"মেলায় যায়রে...মেলায় যায়রে, বাসন্তীরং শাডি পরে ললনারা হেটে যায়। ঐ বখাটে ছেলের ভীড়ে ললনাদের রেহাই নাই...মেলাই যায়রে.."
তার মানে পহেলা বৈশাখের মেলায় ললনা-রা বখাটেদের হাত দিয়ে দলিত-মলিত হয়, এটা অনেকটা ইউনিভার্সাল ট্রুথ! যেটা ললনারা ও খুশি মনেই মেনে নিয়েছে। এই গানটার কিছু বাস্তব প্রমাণ আমরা দেখতেই পাচ্ছি।
মন্তব্য করতে লগইন করুন