শাহবাগের ছড়া
লিখেছেন লিখেছেন কামরুল আলম ০৫ মার্চ, ২০১৩, ১২:৫৫:০৮ দুপুর
বায়ান্নে ছিল ভাষা আন্দোলন, একাত্তরে যুদ্ধ মুক্তি
শাহবাগে সেটার মিল খুঁজে দেখি, উল্টো যে সব যুক্তি!
সিরিয়া, মিশর, তিউনিশিয়া কিংবা আমাদের নব্বই
স্বৈর শাসনের বিরুদ্ধে ছিল, ঘেঁটে দেখেছি সব বই!
শাহবাগে দেখি আর কিছু নয় একটাই দাবি ফাঁসি
দল নিষিদ্ধ করণের দাবি দেখে দেখে শুধু হাসি!
শাহবাগ সে তো দ্রোহ নয় কোন, নাচ গানের এক উৎসব
কেউ কেউ বলে শাহবাগে নাকি দেখা যায় শুধু ভূত সব!
(কারো আবেগে আঘাত করা আমার উদ্দেশ্য নয়)
বিষয়: সাহিত্য
১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন