ধ্রুবতারা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

লিখেছেন লিখেছেন কামরুল আলম ১৯ আগস্ট, ২০১৪, ০৯:৪৫:০৯ সকাল



শাহপরান সাহিত্য-সাংস্কৃতিক সংসদ, সিলেট এর ত্রৈমাসিক প্রকাশনা সাহিত্য পত্রিকা ধ্রুবতারা’র উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। পত্রিকাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান রবিবার বিকেলে ইসলামপুরস্থ আল আমীন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: জৈন উদ্দিন।

সংসদের সভাপতি আবু মালিহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরেস্ট হিল স্কুলের প্রিন্সিপাল অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব ও সিলেট সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মোয়াজ্জেম হোসাইন। হাফিজ নূর আহমদ ও লুকমান হাকিমের সুললিত কন্ঠে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন ধ্রুবতারা’র সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: সামছুল হক, বিশিষ্ট ব্যাংকার ও কলামিষ্ট মো: আবদুল লতিফ, শিক্ষাবিদ ও সমাজসেবক বশির আহমদ, শিশু সংগঠক ও মাসিক ‘কচি’ পত্রিকার সম্পাদক মাজেদুল হক চৌধুরী, ব্লাড ডোনেশন ক্লাব সিলেটের সহকারী পরিচালক ফাহাদ আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক জাহেদ-উল-ইসলাম, সাহিত্য কর্মী আবু বকর সিদ্দিক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: ফয়জুল ইসলাম, মিরাবাজার জামেয়া স্কুলের শিক্ষক ও সাহিত্য কর্মী মো: সদর উদ্দিন, আল আমিন জামেয়ার শিক্ষক মো: আবদুল জলিল, শিক্ষাবিদ ও সমাজকর্মী আবদুশ শাকুর, মাওলানা ফয়জুল ইসলাম, আব্দুল্লাহ সিদ্দিকী, ইসলামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোয়াক্কির আহমদ সিদ্দিকী, শাহপরান সাহিত্য-সাংস্কৃতিক সংসদের সহ সভাপতি লোকমান উদ্দিন লোদী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকরাম আল সাহান, প্রচার সম্পাদক দেলওয়ার আহমদ মাছুম, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হোস্টেল সুপার মো: সাইফুর রহমান, আল আমিন জামেয়ার শিক্ষক ও সাংবাদিক সামছুল হক, ব্লাড ডোনেশন ক্লাবের প্রচার সম্পাদক জাবের আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী একেএম ফতেহ গাজী, মাওলানা নূরুল ইসলাম, ফটো সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো: মোবারক হোসেন পাপ্পু প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: জৈন উদ্দিন ‘ধ্রুবতারা’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করেন।

বিষয়: সাহিত্য

১২৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255845
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৩
প্রবাসী মজুমদার লিখেছেন : ব্লগারদের শৈল্পিক এ কাজ বাংলাদেশের সাহিত্য সাংস্কৃতিক অ্ঙ্গনে যোগ হওয়া আর এক নতুন মাত্রা। সত্য ও ন্যায়ের পক্ষে ধরা সত্যবাদিদের এ শাণিত কলমে বুনন করা এ সাহিত্য আলোকিত করুক যুবক শ্রেণীকে, এ সাহিত্য হোক গন মানুষরে হৃদয়ের প্রতিচ্ছবি।
২০ আগস্ট ২০১৪ রাত ০১:২৩
199734
কামরুল আলম লিখেছেন : আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File