পৃথিবী থেকে ঝরে গেল আরেকটি তরতাজা গোলাপ!

লিখেছেন লিখেছেন কামরুল আলম ০৩ আগস্ট, ২০১৪, ০৩:৩৫:৪৪ দুপুর



সকালে মিনহাজ ফয়সলের স্ট্যাটাস দেখলাম, মুমিন ভাই মারা গেছেন। কমেন্টে পরিচয় পেলাম, উইমেন্স মেডিকেলের স্টোর অফিসার মুমিন ভাই। আমি চিনতেই পারিনি। তবু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম জানাজা কবে? কিন্তু শেষে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেলাম।

রাত ২টার পর এইমাত্র ফেবুতে ঢুকেই ছবিটা দেখে হোঁচট খেলাম। এ কী করে সম্ভব? এই মানুষটি, আমার অতি পরিচিত, ঘনিষ্ঠ একজন ভাই, এভাবে হঠাৎ কেন চলে গেল? কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গেলাম। ইয়া আল্লাহ, তুমি প্রিয় এই ভাইটিকে জান্নাতুল ফেরদৌস দান করো। আমীন। রামাদ্বানের আগে নাকি রামাদ্বানেই ভুলে গেছি, শেষবার হাস্যোজ্জল এই মুমিন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল ঠিক আমার বাসার সম্মুখে। মোটর সাইকেলের চাকা পাঙচার হয়েছিল তাঁর। কাজ করাচ্ছিলেন। আমি পাশ দিয়ে যাচ্ছি, কিছুক্ষণ কথা বললাম। কে জানতো তাঁর সঙ্গে এটাই ছিল আমার শেষ দেখা?

আল্লাহপাক, যুবকেরা এইভাবে চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে, জানি না কবে আসবে আমার ডাক! যে কোন মুহূর্তে আমিও হতে পারি মুমিন ভাইয়ের মতো, ইয়া আল্লাহ রাব্বুল আ’লামীন, আমাকে প্রস্তুত থাকার তৌফিক দাও।।

আমার ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে ঝরে গেল আরেকটি তরতাজা গোলাপ(Abdul Mumin)। কল্পনারও বাইরে। রামাদ্বানের শেষ দিন তার স্ট্যাটাসে সকলের কাছে মাফ চাইলেন, শাওয়ালের নফল রোজা রেখে ঘুমালেন তিনি। আর ঘুম থেকে উঠলেন না! তাঁর জন্য এই ছড়াটি লিখলাম।

জান্নাতের ওই দেশে

কামরুল আলম

ঘুমিয়েছিলে শাওয়াল মাসের

নফল রোজা রেখে

ঘুম থেকেই আল্লাহ মা'বুদ

তোমায় নিলেন ডেকে।

এমন মৃত্যু কয়জনারই

ভাগ্যে বলো থাকে

এমন মৃত্যুর আকাঙ্খা যে

সব মুমিনেই রাখে।

স্ট্যাটাস দিয়ে মাফ চেয়েছো

রামাদ্বানের শেষে

আল্লাহ তোমায় তাই নিয়েছে

জান্নাতের ওই দেশে!

বিষয়: বিবিধ

১৭৫৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250437
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৬
আমি মুসাফির লিখেছেন :


আল্লাহ যেন এই ভাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমীন।
250438
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৯
ফেরারী মন লিখেছেন : সবাইকে তো চলে যেতে হবে কিন্তু কিছু কিছু চলে যাওয়া আমাদের কাঁদায়। গতকাল উনার মারা যাওয়ার খবরটি শুনলাম। আল্লাহ উনাকে বেহেশত বাসি করুন আমিন
250443
০৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৭
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আল্লাহ উনার ভুল ত্রুটি মাফ করে বেহেশত নসীব করুন।
250445
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৬
আবু জারীর লিখেছেন : May Allah forgive him.
250448
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১১

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : আল্লাহ উনাকে জান্নাতবাসি হিসেবে কবুল করুন আমিন
250459
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৭
শাহ আলম বাদশা লিখেছেন : একটি গোলাপের অকালে ঝরা,
শুনে হৃদয়টা হলো দুঃখভরা
এটাই সত্য জন্মালেই আসে মৃত্যুজ্বরা
আমরাতো বন্দী আল্লাহর কী করা!!
আল্লাহ দাও তাকে জানাতী ফল্গুধারা।
250497
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : দুনিয়ায় আসার সিরিয়াল আছে, বড়,মেঝ, শেঝ এবং চোট কিন্তু দুনিয়া থেকে যাওয়ার ক্ষেত্রে সে ধরনের কো সিকুয়েন্সীয়ালী সিরিয়াল নেই। যখন যার ডাক আসে তখন তাকে পেছনে ফিরে তাকানোর সুযোগ দেওয়া হয়না। সুতরাং সর্বাবস্থায় প্রস্তুত থাকা উচিত অবাঞ্চিত গ্যাঞ্জাম সৃস্টি না করে।
250525
০৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উনি আমার ফেবুতে বন্ধু ছিলেন।
আল্লাহ উনাকে জান্নাত বাসী করুক ,,আমিন
250528
০৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১০
250535
০৩ আগস্ট ২০১৪ রাত ০৮:১৭
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : আল্লাহ উনাকে জান্নাত বাসী করুন। আমীন
১১
250620
০৪ আগস্ট ২০১৪ রাত ১২:২১
আফরা লিখেছেন : আল্লাহ যেন এই ভাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমীন।
১২
251002
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:২৭
বাজলবী লিখেছেন : অাল্লাহ তাঅালা ওনাকে জান্নাত নসীব করুক। অামিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File