পৃথিবী থেকে ঝরে গেল আরেকটি তরতাজা গোলাপ!
লিখেছেন লিখেছেন কামরুল আলম ০৩ আগস্ট, ২০১৪, ০৩:৩৫:৪৪ দুপুর
সকালে মিনহাজ ফয়সলের স্ট্যাটাস দেখলাম, মুমিন ভাই মারা গেছেন। কমেন্টে পরিচয় পেলাম, উইমেন্স মেডিকেলের স্টোর অফিসার মুমিন ভাই। আমি চিনতেই পারিনি। তবু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম জানাজা কবে? কিন্তু শেষে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেলাম।
রাত ২টার পর এইমাত্র ফেবুতে ঢুকেই ছবিটা দেখে হোঁচট খেলাম। এ কী করে সম্ভব? এই মানুষটি, আমার অতি পরিচিত, ঘনিষ্ঠ একজন ভাই, এভাবে হঠাৎ কেন চলে গেল? কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গেলাম। ইয়া আল্লাহ, তুমি প্রিয় এই ভাইটিকে জান্নাতুল ফেরদৌস দান করো। আমীন। রামাদ্বানের আগে নাকি রামাদ্বানেই ভুলে গেছি, শেষবার হাস্যোজ্জল এই মুমিন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল ঠিক আমার বাসার সম্মুখে। মোটর সাইকেলের চাকা পাঙচার হয়েছিল তাঁর। কাজ করাচ্ছিলেন। আমি পাশ দিয়ে যাচ্ছি, কিছুক্ষণ কথা বললাম। কে জানতো তাঁর সঙ্গে এটাই ছিল আমার শেষ দেখা?
আল্লাহপাক, যুবকেরা এইভাবে চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে, জানি না কবে আসবে আমার ডাক! যে কোন মুহূর্তে আমিও হতে পারি মুমিন ভাইয়ের মতো, ইয়া আল্লাহ রাব্বুল আ’লামীন, আমাকে প্রস্তুত থাকার তৌফিক দাও।।
আমার ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে ঝরে গেল আরেকটি তরতাজা গোলাপ(Abdul Mumin)। কল্পনারও বাইরে। রামাদ্বানের শেষ দিন তার স্ট্যাটাসে সকলের কাছে মাফ চাইলেন, শাওয়ালের নফল রোজা রেখে ঘুমালেন তিনি। আর ঘুম থেকে উঠলেন না! তাঁর জন্য এই ছড়াটি লিখলাম।
জান্নাতের ওই দেশে
কামরুল আলম
ঘুমিয়েছিলে শাওয়াল মাসের
নফল রোজা রেখে
ঘুম থেকেই আল্লাহ মা'বুদ
তোমায় নিলেন ডেকে।
এমন মৃত্যু কয়জনারই
ভাগ্যে বলো থাকে
এমন মৃত্যুর আকাঙ্খা যে
সব মুমিনেই রাখে।
স্ট্যাটাস দিয়ে মাফ চেয়েছো
রামাদ্বানের শেষে
আল্লাহ তোমায় তাই নিয়েছে
জান্নাতের ওই দেশে!
বিষয়: বিবিধ
১৭৫৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ যেন এই ভাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমীন।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
শুনে হৃদয়টা হলো দুঃখভরা
এটাই সত্য জন্মালেই আসে মৃত্যুজ্বরা
আমরাতো বন্দী আল্লাহর কী করা!!
আল্লাহ দাও তাকে জানাতী ফল্গুধারা।
আল্লাহ উনাকে জান্নাত বাসী করুক ,,আমিন
মন্তব্য করতে লগইন করুন