কষ্টকাব্য

লিখেছেন লিখেছেন কামরুল আলম ২৭ মার্চ, ২০১৩, ০৪:৪৮:১১ বিকাল

কষ্টগুলো বুকের ভিতর যন্ত্রণা দেয় খুব

কষ্টে আমার বুক ফেটে যায় যেন,

কষ্টগুলো আগলে রাখি তবু

বুকের ভিতর কষ্টকে দিই চাপা।

কষ্টগুলো হৃদয় জুড়ে কান্না করে খুব

কষ্টে যেন শেষ হয়ে যায় আশা,

কষ্টগুলো তাও চেপে নিই বুকে

মনকে বুঝাই কষ্ট আমার ভাগ্য গুণে পাওয়া।

কষ্টগুলো যায় না যে আর দূরে

বুকের মাঝে কষ্ট থাকে জমা,

কেমন করে কষ্টহারা হবো

সেই পথেরই সন্ধানে তাই ছুটি।

অবশেষে দেখতে পেলাম, বুঝে গেলাম সবই

কষ্টে আমি ঠিক হয়েছি কবি,

তাই তো এখন গর্ব করে বলি-

আমার বুকের কষ্টগুলো কষ্ট তো নয়

এই জীবনের নিত্যদিনের ছবি!

বিষয়: সাহিত্য

৯২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File