ক্বুরআনিক কাব্য
লিখেছেন লিখেছেন কামরুল আলম ০৫ জুলাই, ২০১৪, ১১:৩২:৫৮ সকাল
(১)
এই পৃথিবী যখন খাবে
ভীষণ বেগে দোলা
এই মাটি, এই জমিন ফেটে
সব হবে যে খোলা।
লোকজনেরা বলবে তখন
কি হয়েছে কি?
জমিন নিজেই জবাব দেবে
বলবে কাহিনী।
কারণ তোমার প্রভু তাকে
দিবেন যে নির্দেশ
একই স্থানে মিলবে সবাই
যেন নতুন দেশ!
কি করেছে সারা জীবন
সবই দেখা যাবে
বিন্দুসম কর্মফলও
সবাই হাতে পাবে।
...................................
সূরা আয-যিলযাল অবলম্বনে
০৪/০৭/২০১৪
শ্যামলী আ/এ, সিলেট
বিষয়: সাহিত্য
১২৫৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবই দেখা যাবে
বিন্দুসম কর্মফলও
সবাই হাতে পাবে।
কর্মফল আর কি জাহান্নামের খড়ি।
মন্তব্য করতে লগইন করুন