ভাবনা
লিখেছেন লিখেছেন কামরুল আলম ২০ জুন, ২০১৪, ১১:৪৪:১৯ সকাল
নতুন দিনের ভাবনা যত
মনের ভেতর আসছে
হরেক নতুন দৃশ্য কেবল
দু'চোখ জুড়ে ভাসছে।
পৃথিবীটা ছেড়ে সবাই
চলে যাব মঙ্গলে
থাকবো নাকো বদ্ধ ঘরে
অন্ধকার এই জঙ্গলে!
বৃহস্পতি, ইউরেনাসে
বসত বাড়ি গড়বো
মহাশূন্যে ঘুরবো শুধু
রকেট বিমান চড়বো।
গ্রহ থেকে গ্রহান্তরে
ঘুরবো যখন রকেটে
ছোট্ট সবুজ এই পৃথিবী
থাকবে তখন পকেটে!
..........................
১৯/১২/১৯৯৮
মৌচাক আ/এ, সিলেট
বিষয়: সাহিত্য
১১৫১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থাকবে তখন পকেটে।
জানতে যদি পাই,
এই অধমে নীলাম বেচে,
লাইনে দাঁড়াই৷
এই দুনিয়া বদলে গেছে,
আগের মত নাই,
গাই গরুটা সঙ্গে নিয়ে,
সেথায় যেতে চাই৷
এই আমাদের মন
আকাশ বাতাস ঘুরছে দেখ
সে যে সারাক্ষণ!
মন্তব্য করতে লগইন করুন