আমার পতাকা: আবু সালেহ
লিখেছেন লিখেছেন কামরুল আলম ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৪৮:০৭ রাত
আমার পতাকা নিরাপদ নয় কেন
আমার পতাকা ওদের শত্রু যেন
আমার পতাকা সীমান্তে খায় গুলি
আমার পতাকা দেখছে মাথার খুলি।
আমার পতাকা ‘ফেলানীর’ লাশ হয়
আমার পতাকা কেন উড্ডীন নয়
আমার পতাকা টেনে ধরেছে কারা
আমার পতাকা কেড়ে নিতে চায় তারা।
আমার পতাকা সাগর সীমাতে নেই
আমার পতাকা বেরুবাড়ীকেও দেই
আমার পতাকা ছিটমহলে কাঁদে
আমার পতাকা কেনা রয় না কাঁধে।
আমার পতাকা কোথায় পদ্মা বুকে
আমার পতাকা হেলছে টিপাই মুখে
আমার পতাকা তালপট্টিতে লুট
আমার পতাকা রক্ষায় ধরো মুঠ।
আমার পতাকা বন্দরে কালিমাখা
আমার পতাকা ওদের চাঁদরে ঢাকা
আমার পতাকা দস্যুর ট্রানজিট
আমার পতাকা দেয়ালে ঠেকায় পিঠ!
আমার পতাকা মুখ্যমন্ত্রী হয়
আমার পতাকা প্রতিবাদী কেন নয়
আমার পতাকা আমারই হওয়ার কথা
আমার পতাকা পেলো না স্বাধীনতা!
বিষয়: সাহিত্য
৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন