সাঈদীরও যদি ফাঁসি হয়ে যায়

লিখেছেন লিখেছেন কামরুল আলম ২১ এপ্রিল, ২০১৪, ০৩:৫৬:৩৩ দুপুর



সাঈদীরও যদি ফাঁসি হয়ে যায়

পারবে তা বলো রুখতে কে?

যদিও করো বিক্ষোভ মিছিল

ঝরাও রক্ত বুক থেকে!

শত শত লোক দিয়েছে জীবন

ফাঁসির রায়ের পর থেকে

প্রশাসন যদিও দেয়না কভু

বেরোতে তাদের ঘর থেকে।

নারী ও শিশু, বৃদ্ধ-যুবক

বেরিয়েছিল যে রাজ পথে

ঠেকাতে পারেনি সরকারকে যে

ফাঁসি দেয়ার ওই কাজ হতে!

‌'গভমেন্ট গ্যাছে পাগল হইয়া

তারা তো একটি রায় চায়'

সাঈদী ভক্তরা পথে পথে ঘুরে

করে যে শুধু হায় হায়!

ঝটিকা মিছিল ও হরতাল দিলে

সাঈদী কভু কী ছাড়া পাবে?

হয়তো জীবন দিয়ে যাবে সবে

নয়তো সকলে তাড়া খাবে!

বিষয়: সাহিত্য

১৫৭৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211226
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লামা সাইদীর একটাই অপরাধ ইসলামের পক্ষে অবস্থান নেওয়া। তার বিরুদ্ধে চুর ,ডাকাত ,বউ পেটানো মামলায় আসামীদের দিয়ে মিথ্যে বানোয়াট নাটক মঞ্চস্থ করা হয়েছে ,,আমরা তার মুক্তি চাই।
২১ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৬
159810
কামরুল আলম লিখেছেন : মু্ক্তি চাই বললেই তো ওরা মুক্ত করে দেবে না, তাই না।
211242
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩১
ভিশু লিখেছেন : নিরপরাধ আল্লামা সাঈদীকে কিছু করা মানে কোটি কোটি শান্তিকামী, আল্লাহ-প্রেমিক মানুষের মন ভেঙ্গে দেয়া - চরম অশান্তি, উশৃংখলতা উসকে পড়বে চারদিকে - অনেক অন্নেক দিনের জন্য! যা কারো জন্যই ভালো হবে না!
২১ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৭
159811
কামরুল আলম লিখেছেন : হয়তো তাই।
211286
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৮
২১ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৭
159812
কামরুল আলম লিখেছেন : আম্লীগ,বিম্পিরাও সাঈদীকে ভালবাসে।
211288
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৯
ফেরারী মন লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে। তবে মনে হচ্ছে ফাঁসি হয়েই যাবে।
২১ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৭
159813
কামরুল আলম লিখেছেন : সবই আল্লাহর ইচ্ছা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File