স্বামী
লিখেছেন লিখেছেন কামরুল আলম ১৯ এপ্রিল, ২০১৪, ১০:৫০:২৫ রাত
স্বামী
তোমার কাছে বাংলাদেশের
ভূখন্ডটা দামী!
তাইতো হঠাৎ করছো দাবি তুমি
বাংলাদেশের তিন ভাগের এক ভূমি।
স্বামী
আমরা যদি আন্দোলনে নামি,
ভারত মাতার তিন ভাগের এক
আনবো তখন টেনে
উল্টা পাল্টা বলার আগেে
এইটা রেখো জেনে।
আর যদি ফের উল্টা কথা
তোমার মুখে শুনি
স্বামী তো নয় ‘বউ’ বানাবো
টোনা থেকে টুনি!
থাপড়াইয়া দাত ফেলবো ঠিকই
মারবো জুতো গালে
থাকতে সময় দাও নাকে খত
পার পাবে না কালে।
........................................
শ্যামলী আ/এ, সিলেট
১৯/০৪/২০১৪
বিষয়: সাহিত্য
১২৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কলকাতা দখল করতে যাই।
লোভীর মাথায় ছুঁড়ে ফেলি কাঁচা কদ বেল।
ভারতের কোলের ভিতর থাইকা তাদের সাথে পাঙ্গা নিয়া পারা যাবে নারে ভাই । তুইলা আছাড় মারলে নাড়িভূড়ি সব বের হয়ে যাবে ।
মন্তব্য করতে লগইন করুন