কবি আমি
লিখেছেন লিখেছেন কামরুল আলম ১৮ এপ্রিল, ২০১৪, ১২:১৩:০৭ দুপুর
কবি আমি কবিতার ক-টাকেও বুঝি না
ছন্দের মিল, তাল কিছু আমি খুঁজি না।
বাম থেকে ডান দিকে লিখে যাই বরাবর
কবিতার খাতা দিয়ে তাই হলো ভরা ঘর!
কথা আর কাহিনীতে নেই কোন ‘চিন্তা’
‘কবি’ সেজে এ সমাজে নাচি তা-ধিন্ তা!
কবিতার কলেবর ‘কাগজ’ এর সাইজে-
লিখে রোজ অন্তরে কত মজা পাই যে!
আধুনিক যুগে আজ এগুলোই ‘কবিতা’
ছন্দের তাল, মিল, ওঠে গেছে সবই তা!
................................................
শ্যামলী আ/এ, সিলেট
১৭/০৪/২০১৪
বিষয়: সাহিত্য
১০১৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কবিতার ছন্দ ভালো লেগেছে...আর মেসেজও ভালো
তবে ইদানিং কেটে ফেলার দরকারও হচ্ছে না। পুরো রচনাটাই ‘কবিতা’ হিসেবে ব্যবহৃত হয়। এগুলো নাকি আধুনিক ‘চ্যাপ্টা কবিতা’!
মন্তব্য করতে লগইন করুন