মা-কে নিয়ে ছড়া
লিখেছেন লিখেছেন কামরুল আলম ০৪ এপ্রিল, ২০১৩, ০৫:৩৫:৫৩ বিকাল
আমি কভু দূরে গেলে
শান্তি মনে পায় না মা যে
আমায় ছাড়া ভাল খাবার
একা একা খায় না মা যে।
এই জীবনে আমার কোন
বিপদ আপদ চায় না মা যে
রোজই দেখি চোখের পানি
ফেলছে বসে জায়নামাজে।
বিষয়: সাহিত্য
১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন