ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশ খুন !

লিখেছেন লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন ১২ মে, ২০১৫, ০২:২৪:৫৯ দুপুর



ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশ দুর্বৃত্তদের হামলায় আজ মঙ্গলবার (১২ মে ২০১৫) সাড়ে নয়টার দিকে উগ্র ধর্মীয় মৌলবাদীদের হাতে খুন হয়েছেন । তিনি মূলত মুক্তমনা ব্লগে লিখতেন। তার এই নৃশংস হত্যা সকল মুক্তচিন্তার ব্লগাররা আজ বাকহীন । বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যা ও এ হত্যার বিষয়ে সরকারের নিরবতা আজ দেশের সমগ্র ব্লগার ও মুক্ত চিন্তার মানুষদের এক অজানা আতংকের দিকে নিয়ে যাচ্ছে! তাই আজ বাংলাদেশে সকল মুক্তচিন্তার ব্লগারদের জীবন হুমকির মুখে । ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে সরকার তথা আমাদের রাষ্ট্রযন্ত্রের কাছে দবি জানাবো এযাবৎ পর্যন্ত বাংলাদেশের মাটিতে উগ্র ধর্মীয় মৌলবাদীদের হাতে যত মুক্তচিন্তার লেখকদের জীবন দিতে হয়েছে ঐ সকল উগ্র ধর্মীয় মৌলবাদীদের সাথে আতাত না করে তাদের গ্রেফতার করে আইনের মাধ্যমে সুষ্ঠ বিচার করে ব্লগার তথা মুক্তচিন্তার মানুষদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন । অন্যথায় এসকল হত্যার দায় ভার থেকে আপনারা তথা সরকার কোন ভাবেই মুক্তি পাবেন না ।

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319560
১২ মে ২০১৫ দুপুর ০২:৩০
বিবেক নাই লিখেছেন : আপনি তদন্ত ছাড়া কিভাবে বুজেলেন এটা মৌলবাদীদের কাজ???
১২ মে ২০১৫ দুপুর ০২:৩৭
260675
ওয়াসিম ফারুক হ্যাভেন লিখেছেন : এত কিছুর পর ও কি তদন্তের প্রয়োজন ? ও আপনারা তো আবার দেলোয়ার হোসেন সাঈদ দেলু রাজাকা , কাদের মোল্লা কসাইকাদের পরবর্তী ভার্সন তা তো আবার স্বীকার করেন না ।
১৩ মে ২০১৫ সকাল ০৯:৪৪
260819
বিবেক নাই লিখেছেন : দেশে একের পর অপরাধ সংঘটিত হচ্ছে। একটি ঘটনা ঘটিয়ে আরেকটি ঘটনা চাপা দেওয়া হচ্ছে। আগে থেকে তৈরি করা স্ক্রিপ্ট অনুযায়ী একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে সরকার নিজেই। যৌন নিপীড়নের ঘটনা চাপা দিতে ব্লগার খুন করা হয়েছে। সামনে দেখবেন, আরেকটি নতুন ঘটনা ঘটানো হবে’-মঙ্গলবার বিকেলে শাহবাগে অনুষ্ঠিত 'নারীর নিরাপত্তায় প্রতিরোধ গড়ে তুলি' শীর্ষক প্রতিবাদ সমাবেশের আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
319565
১২ মে ২০১৫ দুপুর ০২:৪৩
মেঘবালক লিখেছেন : ব্লগারদের হত্যা করা যদি মৌলাবদীদের এজেন্ডা হয়ে থাকে তাহলে এত দিনে বাংলার মসনদে আওয়ামী সরকার থাকতে পারতো না।

মক্তমনা ব্লগার অভিজিৎ হত্যার আগে কেন তার ব্লগ অফ করে দেওয়া হয়েছিল? তাহলে কোন ব্যক্তিকে রিমান্ডে নিলে সে স্বীকার করবে? নাকি কোন মৌলবাদী তার ব্লগের এ্যাডমিন ছিল?

অযাথা দোষী করে মৌলবাদীদের নামে কলঙ্ক রটানো তাদের কাজ। নিজের দলের সন্ত্রাসীরা নিজেদের মাঝেই খুনোখুনি করে আর দোষ হয় মৌলবাদীদের। অবাক।
১২ মে ২০১৫ বিকাল ০৫:৪৬
260700
ওয়াসিম ফারুক হ্যাভেন লিখেছেন : আপনার কথাশুনে লজ্জা হ্য় এটা এখন ওপেন সিক্রিয়েট যে এসব খুন করা করছে ? ৩০ মার্চ ২০১৫ তেজগাঁওয়ের বেগুন বাড়িতে খুন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হিজরাদের হাতে ধরাপরেছিল আপনাদের মতই কিছু মৌলবাদী সন্ত্রসী হিজরা যারা নাকি হাটহাজারি ও মিরপুর যাত্রাবাড়ি মাদ্রসার ছাত্র ।
১৩ মে ২০১৫ সকাল ০৯:০৮
260815
মেঘবালক লিখেছেন : আমার কথায় লজ্জা পাওয়ার আগে নিজের প্রতি আত্মসমালোচনা করে লজ্জায় মরে যাওয়া উচিত ছিল। আপনাদের তথাকথিত নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার কমান্ডার কি বলল জানেন নি? http://www.amardeshonline.com/pages/details/2015/05/12/283965#.VVK_cqJHKOJ

মৌলবাদীদের ব্যপারে কথা বলতে হলে খুব সাবধানে বলবেন
319575
১২ মে ২০১৫ বিকাল ০৪:০১
ছাপোষা লিখেছেন : Sagol. Blog saira jaiya Am pata khau............Beta ki hoile na hoileu Moulobadigo dosh. Beta tor jonmer jonneu ki Moulobadira dayi naki??
319611
১২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
শেখের পোলা লিখেছেন : মুক্তমনারা মুক্তাকাশে বাহন ছাড়াই বিচরণ করে আপনাদের অনুপ্রেরণা যোগাচ্ছে, ক্ষতি কি? চক্ষু ব্নধ করে রাস্তা পার হন, তাদের আত্মা শান্তি পাবে৷
319616
১২ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
১২ মে ২০১৫ রাত ১০:১০
260752
ওয়াসিম ফারুক হ্যাভেন লিখেছেন : এই স্ট্যাটাসের চুম্বক অংশ " অধ্যাপকের প্রতি আপনাদের এতো গাত্রদাহের কারণটা কি? শুনেছি এই সাংসদের পিতা ছিলেন একাত্তরের পাকিস্তানের গণহত্যার সহযোগী শান্তি কমিটির প্রভাবশালী ব্যক্তি। আর আমাদের বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে একটি বজ্রকঠিন সাহসী কণ্ঠ। তিনি ক্লাসে, লেখালেখিতে, ভাষণে তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, ৭১-এর চেতনার কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেন। "
১২ মে ২০১৫ রাত ১০:২৭
260756
নীলাঞ্জনা লিখেছেন : আমাদের প্রানের চেয়ে প্রিয় নবী মোহাম্মদ ক্রিতদাসী'দের সাথে আকাজ, কুকাজ, ফূর্তি করেছে বলেই তাকে নিয়ে কটাক্ষ কটূক্তি করার অধিকার কারো নেই। ঢিলের বদলে পাটকেল খেতেই হব।
319626
১২ মে ২০১৫ রাত ০৮:১৫
উকিল চাচা ম্যাট্রিক পাশ লিখেছেন : আপনার মত এরকম জ্যোতিষী থাকতে আওয়ামি সরকার কেন যে এক পাল গোয়েন্দা নামক ছাগল পালতেছে বুঝিনা।।
১২ মে ২০১৫ রাত ০৯:৫৭
260750
ওয়াসিম ফারুক হ্যাভেন লিখেছেন : আনসারুল্লাহ বাংলা টিম বলতে কিছুই নাই জামাত ই ইসলাম ই এ সমস্ত অপকর্ম ঘটিয়ে আনসারুল্লাহ বাংলা টিম ছদ্মনাম ধারণ করছে এটাই সত্য তাই প্রত্যেক ঘটনার পর ই জামাত-শিবিরের কুত্তাগুলি ঘেউঘেউ শুরু করে তাই সরকারে উচিত জামাত কে রাজনৈতিক ময়দান থেকে নিষিদ্ধ করা । তবে সরকার তার স্বার্থ রক্ষার জন্য এখনো তা করতে পুরো পুরি ব্যর্থ।
319676
১৩ মে ২০১৫ রাত ০১:০৮
আবু জান্নাত লিখেছেন : শুধু হত্যার বিচার চেয়ে ক্ষ্যান্ত হলে কি চলবে? সাথে সাথে ধর্মের প্রতি আঘাত করাও বন্ধ করতে হবে।
319684
১৩ মে ২০১৫ রাত ০১:২৬
319693
১৩ মে ২০১৫ রাত ০৩:২৬
এম_আহমদ লিখেছেন : এখানে দেখুন আনু মোহাম্মদ কী বলেন। লাগছে খাটি মৌলবাদীরাই কাজটি করেছে, '‘যৌন নিপীড়নের ঘটনা চাপা দিতে ব্লগার খুন’ বললেন আনু মোহাম্মদ'
১০
319694
১৩ মে ২০১৫ রাত ০৩:৩১
এম_আহমদ লিখেছেন : আরেকটি কথা। Captionটা এভাবে দিলেই মনে হয় ভাল হয়, "খাটি মৌলবাদীদের হাতে একটি খাটি মৌলবাদীপ্রাণ হারিয়েছে।'
১১
319697
১৩ মে ২০১৫ রাত ০৪:১২
১২
319712
১৩ মে ২০১৫ সকাল ০৮:১৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : মৃত্যুর ১ ঘণ্টা আগে ব্লগার অনন্ত বিজয়ের পোস্টকৃত শেষ লেখা
ঘটনা তাথলে এই!!!! একজন এমপির বিরুদ্ধে উঠে পড়ে লাগবে, আর সে নিরাপদ থাকবে তা কি হয়! তবুও দোষটা মৌলবাদীদের ঘাড়েই যাবে!
‘একজন ক্ষমতাসীন সাংসদ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে প্রকাশ্যে চাবুক মারার ইচ্ছা প্রকাশ করেছেন। চাবুক তো একসময় জমিদারদের হাতে হাতে থাকতো। প্রজাদের পান থেকে চুন খসলেই বলা নেই, কওয়া নেই চাবকিয়ে পিঠের চামড়া তুলে ফেলতো তারা। কিন্তু জমিদাররা পুকুর চুরি করলেও কারো মুখে রা কাটতো না!
ভাগ্য ভালো বলতে হয় আমাদের, এখন সেই আর জমিদারি যুগ নেই, তবে বিলুপ্তপ্রায় অঙ্গ অ্যাপেনডিক্সের মতো কতিপয় উচ্ছিষ্ট জমিদার রয়ে গেছে এখনও! জনাব সাংসদ, আপনি কোন অপেনডিক্স বংশের জমিদার বলবেন কি?
সাংসদের চাবুক মারার কথা শুনে আমারও অধ্যাপক আজাদের মতো জানতে ইচ্ছে করে, আপনি কী পাস সেটা এখন আর জানার দরকার নেই, আপনি কী ফেল সেটাই না-হয় বলুন! মেধা-গুণ-বুদ্ধিবৃত্তিক চর্চার কোনো দিক দিয়ে যে অধ্যাপকের হাঁটুর কাছে বসার যোগ্যতা এদের নেই তারাই আবার ওই অধ্যাপককে চাবুক মারার কথা বলে! কলিকালের শিক্ষা একেই বলে!
সাংসদ ক্ষমতার জোরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার হয়েছেন, তাতেই লঙ্কা বিজয় করে ফেলেছেন ভাবখানা ধারণ করে আছেন! একটা অনির্বাচিত সংসদের মেম্বার হয়েছেন, যেখানে লজ্জায় আপনাদের বিনম্র হওয়ার কথা, তা-না, উল্টো আপনাদের অনির্বাচিতদের ক্ষমতার দম্ভ দেখলে মনে হয়, বেহায়া আর কাকে বলে!
সাংসদ, কোনো বিশ্ববিদ্যালয়ের দোরগোড়ায় আপনি কখনো গিয়েছেন কি-না সেটা জানার দরকার নেই আমাদের, আপনি বরং প্রাইমারি স্কুলের একজন শিক্ষককের নাম বলুন, বেঁচে থাকলে ওই শিক্ষককে আমরা জিজ্ঞেস করতাম, শৈশবে এরকম একটা বেয়াদপকে শিক্ষা দিয়ে নিজের অর্থপ্রাপ্তি ঘটানোর চেয়ে আপনার বরং কৃষিকাজই উত্তম ছিল। শিক্ষকতা পেশাকে কলুষিত করার কী দরকার ছিল!
জনাব সাংসদ আমাদের বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষককের বিরুদ্ধে "সিলেট-বিদ্বেষ"-এর অভিযোগ এনেছেন। তা জনাব, সিলেটের প্রতি এতো "আলগা-প্রেম" দেখানোর দরকারটাই বা কী! সিলেট কি বাংলাদেশের ভিতরে অন্য কোনো দেশের ছিটমহল, নাকি অন্য দেশের ভিতরে বাংলাদেশের কোনো ছিটমহল! আপনি কি কখনো প্রমাণ করতে পারবেন, আপনার তথাকথিত অভিযোগে অভিযুক্ত শিক্ষক "বাংলাদেশ-বিদ্বেষী"! অধ্যাপকের প্রতি আপনাদের এতো গাত্রদাহের কারণটা কি? শুনেছি এই সাংসদের পিতা ছিলেন একাত্তরের পাকিস্তানের গণহত্যার সহযোগী শান্তি কমিটির প্রভাবশালী ব্যক্তি। আর আমাদের বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে একটি বজ্রকঠিন সাহসী কণ্ঠ। তিনি ক্লাসে, লেখালেখিতে, ভাষণে তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, ৭১-এর চেতনার কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেন। শিক্ষার্থীরা যেন অন্তর থেকে বাংলাদেশকে ভালোবাসে এজন্য দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বলেই বোধহয়, আমাদের সাংসদের অধ্যাপকের নাম শুনলেই গাত্রদাহ শুরু হয়। সমীকরণটা বেশ সোজা।
সাংসদ অভিযোগ করেছেন, ওই শিক্ষকের কারণে নাকি সিলেটবাসীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে না!! হাস্যকর কথাবার্তা! সিলেটবাসী মেধার জোরে পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, এতে কার কি সমস্যা আছে? আঞ্চলিকতার ভিত্তিতে কোটাভিত্তিক ব্যবস্থা যারা চান সিলেটিদের জন্য, তাদের উদ্দেশ্যে বলি, ঢাকাবাসী যদি দাবি করে শুধু ঢাকাইয়ারা ঢাবিতে পড়বে, অন্য কেউ না, চট্টগ্রামবাসী যদি দাবি করে শুধু চট্টগ্রামের লোকেরা কেবল পড়বে তাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী, খুলনা, বরিশালে যদি এমন দাবি উঠে তবে তো বাংলাদেশ আর অখ- দেশ বলার দরকার নেই... বিশ্ববিদ্যালয়কে ভিত্তি করে একেকটা অঞ্চলকে স্বাধীন দেশ বানিয়ে দিলে চলবে! সিলেটিরা কি ঢাবিতে, চবিতে, রাবিতে লেখাপড়া করছে না? শাবিপ্রবিতে কি সিলেটিরা পড়ছে না?
জনাব সাংসদ, বিশ্ববিদ্যালয় শব্দটার মানেই হচ্ছে বিশ্বপরিসরের বিদ্যালয়! তা আপনাদের মতো কতিপয় "ছিলটি মৌলবাদী"র বক্তব্য শুনলে মনে হয়, বিশ্ববিদ্যালয়কে আপনারা নিজের এলাকার প্রাইভেট কিন্ডারগার্টেনের চেয়ে বেশি কিছু মনে করেন না। হয়তো ক্ষমতাসীন সাংসদ হওয়ায় আপনি নিজে কোনো প্রাইভেট স্কুল বা কিন্ডারগার্টেনের পরিচালনা-কমিটির সদস্য, তাই বিশ্ববিদ্যালয় আর পারিবারিক সম্পত্তি কিন্ডারগার্টেনের মধ্যে তফাৎ আপনি খুঁজে পান না। "ছিলটি-মৌলবাদী"দের কাছে সিলেট বাংলাদেশের কিছু নয়, সিলেট আলাদা একটা রাষ্ট্র! তাই বলি কী, সিলেটকে আগে বাংলাদেশ থেকে আপনারা বিচ্ছিন্ন করে ফেলুন, আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করুন, তারপর না-হয় যতখুশি "সিলেটি-প্রেম" দেখাবেন, আর তথাকথিত "সিলেট-বিদ্বেষী"দের খুঁজে বেড়াবেন। বাংলাদেশে থেকে, বাংলাদেশের খেয়ে, বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে, বাংলাদেশি পাসপোর্ট হাতে নিয়ে, বাংলাদেশের জাতীয় সংসদের সাংসদ হয়ে বেশরমের মতো "আঞ্চলিকতা" করে বেড়াবেন তা তো হতে পারে না! আপনারা না-হয় আগে বাংলাদেশি আইডেনটিটি ত্যাগ করুন!
২০০৭ সালের দিকে আমি যখন "যুক্তি"র প্রথম সংখ্যাটা সম্পাদনা করি, সেখানে লেখক সুমন তুরহান-এর লেখা প্রকাশ করেছিলাম, যার নাম ছিল "সিলেটি মৌলবাদ"। এই লেখার শেষের দিকের কিছু অংশ এখানে তুলে ধরছি :
"সিলেট, মহাসমুদ্রের একটি ক্ষুদ্রতম চর, আর আমরা সেই চরের অধিপতিরা, আর কিছু করতে না পারলেও জন্ম দিয়েছি একটি স্বতন্ত্র মৌলবাদের। সিলেটি মৌলবাদ, অত্যন্ত নীরবে, বহুদিন ধরেই ছড়িয়ে পড়েছে ভয়াবহ মহামারি আকারে, এখনই এই প্রগতিবিরোধী আঞ্চলিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের গোষ্ঠীবদ্ধ করে রেখে কোনো ইতিবাচক অর্জন আনা সম্ভব নয়। কোনো মুক্তমনের মানুষই আঞ্চলিক মৌলবাদে দীক্ষিত হতে পারে না; পারেন না সংকীর্ণতার দেয়ালে নিজেকে আবদ্ধ করে রাখতে। পৃথিবীটা অনেক বড়ো, তবে আমাদের সুশীল ভ-রা এখনো বেশ আদিম, তাঁদের সময় এসেছে কুয়োর বাইরে বেরিয়ে এসে বিশাল বিশ্বটাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার। আমরা প্রত্যেকে মানুষ, এবং আমরা প্রত্যেকেই বাংলাদেশের বাঙালি--এই সহজ সত্যটি উপলব্ধি করতে সিলেটবাসীর আর কতোকাল লাগবে?”

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File