আলোর পথের সন্ধানে ।

লিখেছেন লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন ০৭ নভেম্বর, ২০১৩, ১২:৩০:৩৩ রাত

সমগ্র বাংগালী জাতি আজ এক অজানা অস্হিরতার মধ্যদিয়ে দিন যাপন করছে সবার ভিতর ই এক অজানা ভয় কি জানি হবে দেশে ? দিনে কয়েক বার প্রবাসী বন্ধুদের কাছ থেকে ফোন পাই আলাপের মুল বিষয় একটাই কি হচ্ছে দেশে আর আগামী সপ্তাহে কি হতে পারে ? এর উত্তর বোধ হ্য় দেশ বিদেশের বড় বড় রাজনীতিক বিশ্লেক ও বলতে পাবেন না । আর আমি তো -----। আজ ভোর থেকে যার সাথেই আলপ হচ্ছে সবার ই একই কথা তাহলে কি দেশে আবার ও জরুরী অবস্হা ঘোষনা করা হবে । বর্তমান শেখ হাসিনার সরকার কি তা হলে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছেন তারা কি ক্ষমতাকে চিরস্হায়ী করতে চান ? আর এক বন্ধু তো ফোনে বলেই ফেলফেন হাসিনার সরকার ও তা দলীয় লোকেরা নাকি গত পাঁচ বছরে দুর্নীতি আর সন্ত্রাসে দেশকে নাকি নরকে পরিনত করেছেন তাই তাদের জীবন রক্ষার জন্য তারা এখন কোন পথে যাবেন তা নাকি তাদের জানা নাই । তাই তাদের জীবন রক্ষার জন্য তারা আ নাকি উন্মাদ হয়ে গেছেন । জানিনা আসল সত্য কোন টি অতি সাম্প্রতি আমাদের দেশে দুইটি ধর্মীয় পার্বন অনুষ্ঠিত হল যা নাকি অতি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালান করা কথা ছিল । কিন্তু বাস্তবে কি আমাদের সাধারন মানুষের ভিতর কোন উৎসাহ ও উদ্দীপনা ছিল নাকি আমাদের ভিতর বিরাজ করছে চরম উৎকন্ঠা আর আতংক ? আজ আমরা দেশ বাসী চরম উৎকন্ঠা আর আতংক মধ্যদিয়ে কাল যাপন করছি কেন ? তার এক মাত্র মুল কারন এক মহিলার (একটি রাজনৈতিক গোষ্ঠী ) ক্ষমতায় থাকার লোভ অন্য দিকে আরেক মহিলার ( আরেক রাজনৈতিক গোষ্ঠী ) ক্ষমতায় অধিষ্টিত হওয়ার লোভ ছাড়া আর কিছু কি ? আজ আমরা সমগ্র জাতি এক গভীর অন্ধকার গুহার ভিতর বসবাস করছি যেদিকে তাকাই শুধুই অন্ধকার আর অন্ধকার কোথও আশার প্রদীপ নেই । তাই জাতির বিবেক হিসেবে যারা চিহ্নিত তাদের কাছে প্রশ্ন আজ অন্ধকার যে দুটি পথ আছে তাদের বাহিরে আপনারা কি আমাদের নতুন কোন আলোর পথের সন্ধান দিতে পারেন ?

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File