আমরা কি মেধা শূন্য হয়ে যাচ্ছি ?

লিখেছেন লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন ২০ জুন, ২০১৩, ০৮:৫৮:৫৪ রাত

গত সপ্তাহে সংসদে দাড়িয়ে " চুদুর -বুদুর " নামক আশালীন ভাষা ব্যবহার করে আলোচিত ও সমালোচিত হয়ে ছিলেন বিরোধী দলীয় সাংসদ রেহানা আক্তার । তখন তার " চুদুর -বুদুর " নামক আশালীন ভাষা কে নোয়াখালি এলকার স্হানীয় একটি ভাষা বলে তেমন কিছু মনে করিনি । কারন আমরা ছোটবেলায় যদি অতিরিক্ত কোন দুষ্টামি বা কোন বড় ধরনের অঘটন ঘটিয়ে ফেলতাম তখন ই আমার জান্নাত বাসী নানা আমাদের বলতেন সালারা " চুদুর-বুদুর " কর । তাই " চুদুর -বুদুর " কথাটাকে হালকা ভাবে ই নিয়েছিলাম । কিন্তু গত কাল যখন আবার বিরোধী দলীয় আরেক নারী সাংসদ শাম্মি আক্তার মহান সংসদে দড়িয়ে কবি হেলাল হাফিজ এর কবিতা " যার যেখানে জায়গা " এর শেষ পংক্তি " আমিও গ্রামের পোলা চুত্‌মারানি গাইল দিতে জানি। " আউরালেন তখন কেন যানি আমার নিজের প্রতি নিজের ই ঘৃনা জন্মলো । হয়রে কপাল এ কোন দেশে আমি জন্মেছিলাম । একজন সাংসদের নূন্যতম সেই জ্ঞান টুকু নেই যে কবিতা টি আমি আউরাচ্ছি তার শিরোনাম টা কি ? তাই আমার প্রশ্ন আমরা জাতি হিসেবে কি ক্রমানয়ে ই কি মেধা শূন্য হয়ে যাচ্ছি ? এই যদি হয় একজন সাংসদের জ্ঞানের নমুনা তা হলে আমাদের জাতির জ্ঞানের নমুনা কি হবে ?

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File