বাকশালের এনালগ-ডিজিটাল

লিখেছেন লিখেছেন সরল কথা ২৩ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩৯:৫৮ সকাল



****>এনালগ যুগে বাকশাল সকল মিডিয়া (তখন কোন প্রেইভেট টিভি চ্যানেল ছিলো না) বন্ধ করে মাত্র চারটি খবরের কাগজ জীবিত রাখা হয়।

**** ডিজিটাল যুগে তিনটি টিভি চ্যানেল আর একটা খবরের কাগজ বন্ধ করে দিয়েছে। সরকার একটু ইঙ্গিত দিলো দালালি না করলে কি অবস্থা হবে!!

সুতরাং বর্তমান থাকা সকল মিডিয়া ন্যাংটা দালালি করে টিকে আছে।

****>বাকশালের এনালাগ যুগে বিরোধী দল দমন করতে নারীদের উপর আক্রমন করা হয়েছে।

**** বাকশালের ডিজিটাল যুগেও বিরোধী দলের সমর্থক নারীদের উপর ভয়াবহ আক্রমন করা হচ্ছে।

****> তখন বাড়ী-ঘরে লুটপাট চালাতো বাকশালীরা।

**** এখন লুটপাট করা শেষ হলে বুলড্রোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে বসত ভিটা, সেমি পাকা ঘর গুলোতে দেয়া হচ্ছে আগুন।

****> বাকশালের এনালগ যুগের ছোট ভুল ছিলো ৫টা ডালিম লালন পালন করে!!! ইতিহাস হয়ে রইলো ১৫ তারিখ।

**** বাকশালের ডিজিটাল যুগ ১৫তারিখের দিকে সতর্ক নজর রেখে ৫৭টা ডালিম ছিড়ে ক্ষত-বিক্ষত করে মাটি চাপা, ম্যানহোল আর বুড়িগঙ্গায় ফেলে দিয়েছে। এবার ডালিম কুমাররাই ইতিহাস হয়ে গেলো ২৫ তারিখ।

এই ভুখন্ডের চাষীদের গোলামী করার ইতিহাস বহু পুরনো। গন্ডারের চামড়ার চাইতেও হাজার গুন মোটা চামড়া ওদের। ওদের হূঁশ হয় চোর যখন পরনের লুঙ্গি ধরে টান দেয় তখন।

চিক্কুর দিয়াও তখন কোন কাজ হয় না। কে করবে সাহায্য????সবার লজ্জা আছে না!!!! সকলের লঙ্গি যে ততোক্ষনে চোরের ঝুলিতে ঢুকে গেছে।

বিষয়: বিবিধ

১২৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File