হে অমানুষ মানুষ হও।
লিখেছেন লিখেছেন মিজানুর রহমান ২১ জানুয়ারি, ২০১৩, ০১:১৭:১০ দুপুর
ধর্ষক, নারী ও শিশু নির্যাতন কারী হে পিচাস হে অমানুষ মানুষ হও। নরকের জীবন নিয়ে কেন বাচতে চাও মানুষ হও, মানুষের জীবন নিয়ে সর্গীয় শান্তি নিয়ে পৃথিবীতে সুখের জীবন নাও মানুষ হও হে অমানুষ।
প্রতিদিন পত্রিকার পাতা খুলে ও টিভি দেখে ব্লগে যেখানে চোখ রাখি শুধু এসব খবর দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আর ভালো লাগে না। আর সহ্য হয়না। বার বার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে এসব দেখে দেখে কেন কোন কিছু করার সামর্থ আমার হচ্ছে না। এসব অমানুষদের প্রশ্রয় দিয়ে দিয়ে নিজেকে অমানুষ করে ফেলছি। হে অমানুষ তোমার যে চোখ দিয়ে তোমার অমানুষিক হিঃস্র বিষ ফেলছো কোন নারীর উপর কোন শিশুর উপর তোমার সে চোখ বদলে ফেল তোমার মনের গহীন কোনে যে হিঃস্র বিষ লুকিয়ে রেখেছো এখনি ঝেরে ফেলে মানুষ হও। তোমার আশপাশের মা বোনের দিকে মানুষের দৃষ্টি নিক্ষেপ করো পিচাসের নয়। তুমি মানুষ হও মানুষ হও। আমাদেরকেও মানুষ থাকতে দাও।
বিষয়: বিবিধ
১৫১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন