সদ্য সংবাদ ঃ আগামীকাল মোল্লার মামলার ফাসির রায়

লিখেছেন লিখেছেন গেরিলা ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫৭:৪৫ সকাল



মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন।

রায়ের এই দিন ধার্যের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর মধ্যে দ্বিতীয় কোনো মামলার রায়ের দিন ধার্য হলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদেস্যের ট্রাইব্যুনাল এ মামলার রায়ের জন্য মঙ্গলবার কার্যতালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন বলে প্রসিকিউটর রানা দাসগুপ্ত জানান।

গত ১৭ জানুয়ারি আবদুল কাদের মোল্লার মামলার রায় যে কোনো দিন দেয়া হবে মর্মে (সিএভি) তে রেখে দেন ট্রাইব্যুনাল।

ওইদিন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, প্রসিকিউশন কাদের মোল্লার অপরাধ প্রমাণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

তিনি দাবি করেন, রাষ্ট্রপক্ষ এমন কোনো সাক্ষী হাজির করতে পারেনি, যেখানে প্রমাণ হয় তিনি অপরাধী। রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে বলেও দাবি করেন ব্যারিস্টার রাজ্জাক।

অন্যদিকে, প্রসিকিউটর মোহাম্মদ আলী প্রসিকিউশরে পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/এসআই_ ১১১২ ঘ.

বিষয়: বিবিধ

১৩১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File