ওরা কি ৭১ গণহত্যা আন্তর্জাতিক মান রক্ষা করে করেছিল??
লিখেছেন লিখেছেন গেরিলা ০৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৭:২১ রাত
আজকাল নেট জামাতীদের মুল পয়েন্ট যুদ্ধাপরাধীদের বিচারে নাকি আন্তর্জাতিক মান রক্ষা করা হচ্ছে না। আন্তর্জাতিক মান জিনিসটা কি?
জামাত ৭১ এর মুক্তিযুদ্ধের বিরোধী ও পাকি বাহিনীকে সহ যোগিতা করেছিল, এটা সবাই জানে। মানে আত্তস্বীকৃত খুনি। খুনিদের বিচার হবে এটাই স্বাভাবিক।
ওরা কি ৭১ গণহত্যা আন্তর্জাতিক মান রক্ষা করে করেছিল?
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন