স্বপ্নবাজ'র কাব্য বা যন্ত্রনা................

লিখেছেন লিখেছেন স্বপ্নবাজের স্বপ্ন ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩৭:১৮ রাত



অভিসপ্ত জীবন আমার

মধ্যবিত্ত নামে

দিবা-রাত্রী ঝড়ছে কেবল

নোনা জলের ঘামে।

ভুলে গেছি চাওয়া পাওয়ার

হিসেব ছিলো যতো

এখন আমার জীবন সাথী

কষ্ট শতো শতো।

ভাঙা ঘরে শুয়ে স্বপ্ন

দেখতাম লক্ষ কোটি

এখন আমার সম্বল শুধু

থালা বাটি ঘটি।

ছোট্ট বেলার স্বপ্নগুলো

হারিয়ে গেলো কোথায়

খুঁজে ফিরি স্বপ্নগুলো

কিছুই যে নাই মাথায়।

দুঃস্বপ্নের যাতাকলে

স্বপ্ন হারায় দুরে

বুকের মাঝে কষ্ট কাঁদে

বিষাদ মাখা সুরে।

খুঁজে ফিরি সারা জীবন

স্বপ্নময় সেই দিন

পাইনা খুঁজে কাটছে জীবন

ধূসর স্বপ্নহীন।

তবুও আবার খুঁজে ফিরি

স্বপ্ন ভাঙা ঘর

কেনো যে সব যায় হারিয়ে

আমায় করে পর??

.........................................................

স্বপ্নবাজ

বনশ্রী, রামপুরা, ঢাকা

৮' ফেব্রুয়ারী-২০১৩ইং

বিষয়: সাহিত্য

১৩৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File