ফাগুন নাকি ফেব্রুয়ারী???

লিখেছেন লিখেছেন স্বপ্নবাজের স্বপ্ন ২৬ জানুয়ারি, ২০১৩, ১২:০০:২৯ রাত



সবাই বলো ফেব্রুয়ারী

আমি বলি ফাগুন

৫২’তে কৃষ্ণচুড়ায়

লেগেছিল আগুন।

বাংলার জন্য হলো শহীদ

রফিক,শফিক,জব্বার

বুকের রক্ত ঢেলে দিয়ে

বাংলা করলো সবার।

এখন ভিন্ন দেশে’র ভাষা

বুক উঁচিয়ে চলে

কষ্টে আছি ভীষন কষ্টে

বাংলা কেঁদে বলে।

বাংলা ভাষার জন্য সবার

বুকে জ্বলছে আগুন

বনের পাখিও জানিয়ে গেলো

বাংলা ভাষার ফাগুন।

এখন ভাষায় নাই সে ফাগুন

নাই যে বুকে আগুন

ইংরেজী আর হিন্দি বলে

‘বাংলা’ আপনি ভাগুন।

ভিনদেশী সব নট ও নটি

সেই ফাগুনেও নাচে

দুঃখিনী এই বঙ্গমাতা

কষ্ট নিয়েই বাঁচে…………

………………………………….

স্বপ্নবাজের স্বপ্ন

বিষয়: সাহিত্য

১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File